শিলং থেকে: ভারতের বিপক্ষে বাংলাদেশ যখন সংবাদ সম্মেলন আর অনুশীলনে ব্যস্ত, সেসময় বাংলদেশে ঘটেছে ভীতিকর এক ঘটনা। মাঠে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে জেতে হয়েছে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। এই দুঃসংবাদে কাতর হয়েছেন জাতীয় দলের ফুটবলাররাও। ম্যাচের আগেরদিন অনুশীলন শুরুর মিনিট পাঁচেক পর তামিমের জন্য দোয়া করেন জামাল ভুঁইয়া-হামজা চৌধুরীরা।
এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর বাছাই ম্যাচে মঙ্গলবার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গড়াবে ম্যাচ।
জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান জানালেন, ‘দুপুরের দিকে আমরা এই খবর পাই। এরপর সবাই একসঙ্গে দোয়ার পরিকল্পনা করি। মাঠে তাই এটা করা হয়েছে। আমরা দোয়া করি তামিম আমাদের মাঝে দ্রুত স্বাভাবিকভাবে ফিরে আসুক।’
সোমবার সকালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। হার্টে ব্লক ধরা পড়ে, দুপুরে পরানো হয় রিং। বিকেলে জ্ঞান ফিরেছে দেশসেরা ওপেনারের, পরিবারের সঙ্গে কথাও বলেছেন। আপাতত শারীরিক উন্নতির পথে তামিম। সংকটময় পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেয়া চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বিকেএসপির পাশে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে (বেগম ফজিলাতুন্নেছা হাসপাতাল) চিকিৎসাধীন আছেন তামিম ইকবাল। কার্ডিয়াক কেয়ার ইউনিটে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।









