আইপিএল নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। টাইগার পেসারকে দলে বেড়ানোর পর থেকেই ভারতের কট্টর হিন্দুত্ববাদী ও কিছু রাজনৈতিক নেতা এর প্রতিবাদ করেছিল। যার প্রেক্ষিতে মোস্তাফিজকে ছেড়ে দিতে কেকেআরকে নির্দেশ দেয় বিসিসিআই। বোর্ডের চাপে বাংলাদেশ তারকাকে ছেড়ে দেয়ার কথা জানায় ফ্র্যাঞ্চাইজিটি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বলছে, এখনও আনুষ্ঠানিকভাবে বিসিসিআই তাদেরকে কিছুই জানায়নি।
শনিবার সিলেটে বিসিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমকে এমন জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বলেছেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে যতটুকু তথ্য আছে, মোস্তাফিজুর রহমান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল ভারতে। এরপর কোন আনুষ্ঠানিক বিবৃতি বা তথ্য আমাদের কাছে আসেনি। পাওয়ার পরে আমরা আপনাদের সাথে কথা বলব।’
পরে প্রশ্ন উঠেছিল নিরাপত্তার দোহাই দিয়ে যেহেতু মোস্তাফিজকে বাদ দেয়া হয়েছে, সেখানে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবকটি ম্যাচ ভারতে। পুরো দলের নিরাপত্তা নিয়ে বিসিবি কী ভাবছে?
জবাবে আমিনুল বলেন, ‘এখানে একটা ছোট উত্তর, যেটা হচ্ছে বিশ্বকাপ আয়োজন করছে আইসিসি, হোস্ট ইন্ডিয়া। সুতারং এটা নিয়ে যদি কোথাও যোগাযোগ করতে হয় সেটা আমরা আইসিসির সাথে যোগাযোগ করব।’
বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে কিনা এমন প্রশ্নে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করাই বিসিবির প্রধান অগ্রাধিকার।
বলেছেন, ‘যে ঘটনাটে ঘটেছে, আজকেই আমাদের এখানে এসেছে। অবশ্যই সবসময় আমাদের খেলোয়াড়দের নিরপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান অগ্রাধিকার। এটা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। সেদিক বিবেচনা করলে যেটা আমাদের খেলোয়াড়দের জন্য ভালো হবে, আমরা সেই সিদ্ধান্ত নেব।









