জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনার বিপক্ষে ম্যাচ খেলছিল বরিশাল বিভাগ। সেই ম্যাচে বরিশাল বিভাগের ফিজিওর দায়িত্বে ছিলেন হাসান আহমেদ। ম্যাচ চলাকালীন হার্টের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। সোমবার বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি হাসান আহমেদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
লম্বা সময় ধরে বরিশাল বিভাগের ফিজিও হিসেবে কাজ করছেন হাসান। এক দশকের বেশি সময় ধরে দায়িত্ব পালন করা হাসান এবারও এনসিএলে কাজ করছিলেন বরিশালের সঙ্গেই। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় দিনের সকালে আচমকা বুকে ব্যথা অনুভব করেন তিনি।
পরে হাসপাতালে নেয়া হলে ৪৭ বর্ষী এই ফিজিওকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া জাতীয় লিগে মঙ্গলবার চতুর্থ দিনের খেলা শুরুর আগে এক মিনিট করে নীরবতা পালন করা হবে।









