নিরাপত্তা শঙ্কায় ভারতে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে আগেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিসিবি। দুপক্ষের দুদফা বৈঠকের পরও সমাধান হয়নি। বুধবার বিষয়টি নিয়ে আইসিসির বোর্ড সভায় ভোটাভুটি হয়েছে। বাংলাদেশ না গেলে বিকল্প কোন দলকে খেলানোর পক্ষে ভোট পড়েছে বেশি। ভারতে বিশ্বকাপ খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে একদিন সময়ও বেঁধে দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। সূত্রের বরাতে জানিয়েছে ক্রিকইনফো।
বুধবার সদস্য দেশগুলোকে নিয়ে বোর্ড সভা করেছে আইসিসি। বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াসহ অন্যান্য বোর্ডের প্রতিনিধিরা যুক্ত ছিলেন সভায়। আইসিসির প্রতিনিধিত্ব করেন প্রধান নির্বাহী, হেড অব ইভেন্টস ও লিগ্যাল অফিসার।
বিশ্বকাপে গ্রুপ সি-তে বাংলাদেশ। টাইগারদের গ্রুপপর্বে তিন ম্যাচ কলকাতায়, এক ম্যাচ মুম্বাইতে গড়ানোর সূচি আছে। বাংলাদেশ যদি খেলতে না যায়, বিকল্প হিসেবে স্কটল্যান্ডের জায়গা নেয়ার সম্ভাবনা রয়েছে। স্কটিশরা ইউরোপীয় বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি এবং জার্সি থেকে পিছিয়ে ২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল। তবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বিশ্বআসরে আসার সম্ভাবনা রয়েছে তাদের।









