নভেম্বরে শুরু হওয়ার কথা ছিল ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। পিছিয়ে ১১ ডিসেম্বর শুরুর কথা জানিয়েছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। সেই তারিখেও হচ্ছে না, পিছিয়ে নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর। মিরপুরে সিসিডিএমের সংবাদ সম্মেলনে জানান চেয়ারম্যান আদনান রহমান দীপন।
ক্লাবগুলোর বর্জন অবস্থান এবং মাঠ-সংক্রান্ত জটিলতার কারণে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ পিছিয়েছে। শুরু হতে যাওয়া লিগে এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে ১২ দল। খেলতে না এলে বাইলজ ও প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে সিসিডিএম।
গত অক্টোবরে বিসিবি নির্বাচনের পর সরকারি হস্তক্ষেপসহ নানা অভিযোগ তুলে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের অধীনে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় ৪৩টি ক্লাব। পরে আরও দুই ক্লাব যোগ দেয়। ক্লাবগুলো সংবাদ সম্মেলন করে অনড় অবস্থান জানালেও বিসিবি বা সিসিডিএমের কাছে এখনও লিখিতভাবে লিগ বর্জনের সিদ্ধান্ত জানায়নি কেউ।
এর আগে নভেম্বরের শুরুতে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আসন্ন মৌসুমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেটে কোন দল লিগে অংশ না নিলে বা লিগ চলাকালে মাঝপথে সরে গেলে তাৎক্ষণিকভাবে দলটিকে লিগে অযোগ্য ঘোষণা করা হবে এবং অবনমিত করা হবে।









