এশিয়া কাপ, বিশ্বকাপের আগে অধিনায়ক চূড়ান্ত করতে দোটানায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যতটা সহজ ভাবা হচ্ছিল নতুন অধিনায়ক ঠিক করা, সেটি আসলে অতটা সহজে হচ্ছে না।
অধিনায়ক চূড়ান্ত করার জরুরি বোর্ড সভায় সম্ভাব্য অধিনায়কদের সঙ্গে আরও আলোচনার সিদ্ধান্ত হয়েছে। ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি কদিন আগে সংবাদমাধ্যমকে বলেছিলেন, সাকিবকে অধিনায়ক করে দেয়া সবচেয়ে সহজ।
মিডিয়ায় নানা বক্তব্যে সাকিবের পক্ষেই ভোট দিচ্ছেন সাবেক ক্রিকেটাররা। তারপরও কেন অধিনায়ক চূড়ান্ত হলো না বোর্ড পরিচালকদের সভায়, সেটিই বিস্ময়ের। প্রশ্ন উঠেছে, সাকিব কি তাহলে রাজি নন দায়িত্ব নিতে?
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস মঙ্গলবার বোর্ড সভা শেষে জানিয়েছেন, ১২ আগস্টের মধ্যে ঘোষণা করা হবে এশিয়া কাপের অধিনায়ক। তাহলে কি বিশ্বকাপের জন্য আবারও অধিনায়ক ঠিক করবে বিসিবি?







