বাংলাদেশ জাতীয় দলের তিন সংস্করণের সহ-অধিনায়কদের নাম ঘোষণা করা হয়েছে । তিন সংস্করণে মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসানকে সহ-অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার বিজ্ঞপ্তিতে সহ-অধিনায়কদের নাম জানিয়েছে বিসিবি। মিরাজকে টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়। যেখানে তিনি অধিনায়ক শান্তর সহযোগী হিসেবে থাকবেন। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ অবধি টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন শান্ত।
মিরাজের নেতৃত্বাধীন ওয়ানডে দলের সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ পেলেন শান্ত। আগামী বছরের জুন পর্যন্ত ওয়ানডে দলের অধিনায়ক দায়িত্ব করবেন মিরাজ।
ছোটো সংস্করণে ধারাবাহিক ও ভালো পারফরম্যান্সেই সাইফ হাসানকে টি-টুয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিসিবি। বর্তমান অধিনায়ক লিটন দাস বাংলাদেশেকে নেতৃত্ব দিবেন ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।









