চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্পোর্টস
  • বিনোদন
  • রাজনীতি
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • জনপদ
  • মাল্টিমিডিয়া
  • কর্পোরেট
  • ভিডিও নিউজ
  • আরও
    • প্রকৃতি ও জীবন
    • কৃষি
    • পরিবেশ
    • প্রবাস সংবাদ
    • আনন্দ আলো
    • আইস্ক্রিন
    • তথ্যপ্রযুক্তি
    • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শেয়ার অ্যান্ড কেয়ার’ বৈঠক শেষে যা জানালেন বিসিবি সভাপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
8:44 pm 19, August 2025
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সামনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সামনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

Advertisements

এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন জাতীয় দল ক্রিকেটাররা, এরমধ্যেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বৈঠকে বসেছিলেন মিরাজ-শান্তরা, ছিলেন মেডিকেল বিভাগের চিকিৎসক, কোচিং স্টাফের সদস্যরাও। ক্রিকেটারদের সঙ্গে বোর্ড সভাপতি বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন, দিয়েছেন নানা দিকনির্দেশনা।

মঙ্গলবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় বৈঠক। টানা তিন ঘণ্টার বেশি চলা বৈঠকের পর ক্রিকেটারদের হোটেল ছাড়ার আরও ঘণ্টা দেড়েক পর বিসিবি সভাপতি হাজির হন গণমাধ্যমের সামনে।

বৈঠকে বিসিবি সভাপতি নিজে কিছু প্রেজেন্টেশন দিয়েছেন। মেডিকেল বিভাগ থেকেও কিছু প্রেজেন্টেশন দেয়া হয়েছে, চিকিৎসা সেবা নিয়ে কথা হয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেট নিয়ে কথা হয়েছে। সঙ্গে ভেন্যু বাড়ানোর কথাও উঠে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম যত কম ব্যবহার করা যায়, যত দূরত্ব রাখা যায় এবিষয়ে সভাপতি পরামর্শ দিয়েছেন ক্রিকেটারদের।

বৈঠক শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, ‘আমরা দুটি বড় বড় কাজ করেছি। জাতীয় দলের যত খেলোয়াড় আছে লাল বল এবং সাদা বলের, সাপোর্ট স্টাফ এবং যারা কোচ আছেন সবাই একত্রিত হয়েছিলাম। বোর্ডের ডিরেক্টর যারা আছেন তারাও এখানে ছিলেন। সভার নাম ছিল ‘শেয়ার অ্যান্ড কেয়ার’।’

বিসিবি সভাপতির সঙ্গে আলোচনায় জাতীয় দলের ক্রিকেটাররা

‘আমরা মনে করি, যে দলটা মাঠে খেলে সেটা একটা দল, যারা ডাগআউটে বসে থাকে তারা একটা দল, আর আমরা বোর্ডে বসে কাজ করি আমরা একটা দল। এই তিনটা দলের পারফরম্যান্স কী, সে বিষয়ে তাদের কাছে আটটা প্রশ্ন করেছিলাম। প্রশ্নের উত্তরগুলো আমাদের কাছে ফিরে আসে এবং আমরা ডেটা পর্যবেক্ষণ করেছি। পর্যবেক্ষণের ফলাফল তাদের সঙ্গে শেয়ার করেছি। কীভাবে আমরা উন্নতির জায়গাগুলো নিয়ে কাজ করতে পারি সে বিষয়গুলো এখান থেকে উঠে এসেছে।’

জরিপে যে ৮টি প্রশ্ন ছিল, সেসবের বাইরেও এদিনের সভায় আরও অনেকদিক তুলে ধরেছেন ক্রিকেটাররা, এটি সবচেয়ে বেশি ভালো লাগা এনে দিয়েছে বিসিবি সভাপতিকে।

‘মজার ব্যাপার হল, আমাদের যে এজেন্ডা ছিল, এর বাইরেও ক্রিকেটাররা লাফিয়ে লাফিয়ে এসে মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলছিল। মনের কথাগুলো প্রকাশ করছিল। এটিই সবচেয়ে আনন্দের ব্যাপার। মনে হচ্ছিল যে আমরা সবাই একটি টিম এবং দল হিসেবে কাজ করলে যে আমরা কত সামনে এগিয়ে যেতে পারব, তার একটি বড় প্রতিচ্ছবি আমরা আজকে দেখেছি।’

ক্রিকেটারদের উন্নতি ও সমস্যা সমাধানের লক্ষ্যে টেস্টে লাল-সবুজদের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বলেছেন, ‘খেলোয়াড়রা তো মাঠে খেলে, তবে আমরা কতটুকু সাহায্য করতে পারছি এবং এই সাহায্য করার জন্য কতটুকু গ্যাপ আমাদের আছে; ওই গ্যাপটা আবার কীভাবে ও কত সময়ের মধ্যে পূরণ করতে পারব, যাতে খেলোয়াড়রা মাঠে ভালো খেলতে পারে, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরজন্য প্রতি তিনমাস পরপর এমন একটি সেশন করব। দীর্ঘমেয়াদি সমাধানের জন্য কী কী করা যায় এসব নিয়ে আলোচনা হয়েছে।’

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও আইসিসি সাবেক মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল

বিসিবি প্রধানের দুই বড় কাজের আরেকটি ছিল অ্যালেক্স মার্শালের সঙ্গে ক্রিকেটারদের সেশন। তিনি বলেছেন, ‘‘আরেকটা সেশন ছিল, জেনে থাকবে যে, আমাদের যে ইন্টেগ্রিটি ইউনিট আছে, আমাদের দেশের ক্রিকেট সুরক্ষার জন্য কী কী করণীয়, সেই লক্ষ্যে, এই কাজটি আমরা সিরিয়াসলি নিয়েছি। আমাদের চার্টারের মধ্যে আছে, ‘ইন্টেগ্রিটি অব দিস গেম।’ এখানে ‘ইন্টেগ্রিটি’ বলতে, কীভাবে আমরা খেলাটিকে সুরক্ষা দেব, এখন ডোপিং একটি বড় ব্যাপার, আমাদের জাতীয় দল শুধু দ্বিপাক্ষিক সিরিজ বা আইসিসি ইভেন্ট খেলছে না, এশিয়ান গেমসে খেলছে, একদিন অলিম্পিকসে খেলবে। অ্যান্টি ডোপিং কতটা গুরুত্বপূর্ণ, নিজেকে সুরক্ষিত রাখা কতটা গুরুত্বপূর্ণ।”

‘সেজন্য অনেক অভিজ্ঞ একজন, আইসিসি সাবেক মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল এখানে আছেন। তার কাছ থেকে আমরা দিক-নির্দেশনা পেয়েছি, এই বহুল জনপ্রিয় খেলাটাকে আমরা কীভাবে সুরক্ষিত রাখতে পারি। তিনি আমাদেরকে ধারণা দিয়েছে, কীভাবে আমাদের (ইন্টেগ্রিটি) দলটি তৈরি করতে হবে।’

সোমবার অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন আমিনুল। ব্যক্তিগত সফরে অস্ট্রেলিয়ায় ছিলেন। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। সেখান থেকে অনলাইনে বিসিবির একটি সভায় যোগ দিয়েছিলেন সভাপতি।

সিলেটে ৩০ আগস্ট প্রথম ম্যাচে ডাচদের মুখোমুখি হবেন জাকের-লিটনরা, ১ ও ৩ সেপ্টেম্বর হবে বাকি দুই ম্যাচ। এর পরপরই এশিয়া কাপে অংশ নিতে দেশ ছাড়বে বাংলাদেশ। আবুধাবি ও দুবাইতে মহাদেশীয় প্রতিযোগিতাটি ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

ট্যাগ: আমিনুলবিসিবিবুলবুলমার্শালমিরাজলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারা আমাদের সন্তানের বয়সী, ভুল বুঝতে পারবে এবং অনুতপ্ত হবে: সেনাপ্রধান

পরবর্তী

জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামির জামিনে ক্ষুব্ধ শহিদ পরিবারের সদস্যরা

পরবর্তী

জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামির জামিনে ক্ষুব্ধ শহিদ পরিবারের সদস্যরা

জুলাই সনদের খসড়ায় ৭১-এর ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র ও অস্থায়ী সরকারের কথা উল্লেখ নেই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাথরের নিচে লুকানো ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

January 20, 2026
ছবি: সংগৃহীত

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ে গেছে শতাধিক স্থাপনা

January 20, 2026
যুক্তরাষ্ট্রের আলোচিত সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন, ছবি: সংগৃহীত।

রাশিয়ার অঢেল সম্পদ ও পশ্চিমা বিশ্বের ‘হিংসা’: কার্লসনের বিস্ফোরক বিশ্লেষণ

January 20, 2026
ছবি: সংগৃহীত

”নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অংশগ্রহণে বৈষম্য সহ্য করা হবে না”

January 20, 2026
ছবি: সংগৃহীত

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

January 20, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version