বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
ঢাকার বনানীতে একটি হাসপাতালে বুধবার সকালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিকেল তিনটায় বারিধারা ডিওএইচএসে তার নামাজে জানাজা হবে। দাফন করা হবে বরিশালে।
আলমগীর খান আলো দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তিনি ক্রিকেটের পাশাপাশি ফুটবল ফেডারেশনের সঙ্গেও যুক্ত ছিলেন। কয়েক মেয়াদে তিনি ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন।









