ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে উত্তেজনার পারদ তুঙ্গে। ভারতে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে দুদফায় আইসিসিতে চিঠি পাঠিয়েছে বিসিবি। এরমধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, নিরাপত্তা ইস্যুতে তিনটি বিষয়ে গুরুত্ব দিচ্ছে আইসিসি, তাতে নিরাপত্তার আশঙ্কার বিষয়ে সত্যতা মিলেছে। তিনি কারণ তিনটিও বলেছেন। এতে আলোচনার ঝড় উঠেছে। এদিকে বিসিবি জানিয়েছে, যুব ও ক্রীড়া উপদেষ্টার মন্তব্য আইসিসির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নয়।
সোমবার সন্ধ্যায় বিবৃতিতে দিয়েছে বিসিবি। বলেছে, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার উদ্ধৃত চিঠিটি আইসিসি ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের জন্য হুমকি মূল্যায়ন সম্পর্কিত বিসিবি এবং আইসিসির নিরাপত্তা বিভাগের মধ্যে একটি অভ্যন্তরীণ যোগাযোগের চিত্র। এটি ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের জন্য বিসিবির অনুরোধের প্রতি আইসিসির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নয়।’
বিসিবি আবারও বলছে, ‘বোর্ড আনুষ্ঠানিকভাবে ভেন্যু ব্যবস্থা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে এবং দলের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তরের অনুরোধ করেছে। এখনও এই বিষয়ে আইসিসির কাছ থেকে একটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে বোর্ড।’
সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেছেন, মোস্তাফিজ দলে থাকার পাশাপাশি আরও দুটি কারণে বাংলাদেশ ভারতে খেলতে গেলে নিরাপত্তা শঙ্কা থাকবে বলে জানিয়েছে আইসিসি।
আইসিসির চিঠিতে নিরাপত্তা শঙ্কাজনিত তিনটি বিষয় নিয়ে আসিফ নজরুল জানান, বাংলাদেশ দলে যদি মোস্তাফিজুর রহমান থাকেন, বাংলাদেশের সমর্থকরা যদি দেশের জার্সি পরে ঘোরাফেরা করেন এবং নির্বাচন যত এগিয়ে আসবে ততই বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে।
আইসিসির এমন প্রত্যাশা অযৌক্তিক মনে করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে ক্রিকেট দল করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিবো- এরচেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোন প্রত্যাশা হতে পারে না।’
‘আমরা মনে করি ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে গত ১৬ মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। মোস্তাফিজের বিষয়টি এবং এরপরে আপনাদের যে চিঠির কথা বললাম সেটার মাধ্যমে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’
পাশাপাশি ভারতের কোন ভেন্যুতেই খেলার সুযোগ নেই বলেছেন আসিফ নজরুল, ‘যেখানে আমাদের দলের একটা খেলোয়াড়কে খেলানোর পরিবেশ নাই, উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে, ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড। ন্যাশনাল একটা অথরিটি তারা যখন বলে তাকে এখানে খেলানো না হোক, এরচেয়ে বড় প্রমাণ আর কী আছে আইসিসির সামনে বুঝলাম না। আর আইসিসির নিরাপত্তা দলের যে চিঠি আছে, আমরা একটা সময় চিঠির কপি আপনাদেরকে দিয়ে দিব। এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশ নাই, ভারতের কোন জায়গাতে খেলার পরিবেশ নাই।’









