‘ডমিনিক অ্যান্ড দ্য লেডিস পার্স’-এর ব্যর্থতার পর বড়পর্দায় ফিরছেন মালায়ালাম মেগাস্টার মাম্মুটি! তার ‘বাজুকা’ মুক্তি পাচ্ছে এই বৃহস্পতিবার। ইতিমধ্যেই প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রিতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলেই খবর!
কইমই একটি প্রতিবেদনে বলছে, ভারতের বক্স অফিসে ৮০০-এরও কম শোতে ৫০ লাখ রুপি গ্রস অতিক্রম করে ফেলেছে ‘বাজুকা’। মঙ্গলবার ভারতীয় সময় বিকেল ৪টা পর্যন্ত প্রথম দিনের জন্য ৬৩ লাখ রুপির টিকিট বিক্রি হয়েছে (ব্লকড সিট বাদে)। সব মিলিয়ে ৩৮,০০০+ টিকিট বিক্রি হয়েছে। স্বাভাবিকভাবেই, কেরালাই প্রধান অবদান রেখেছে — রাজ্যটিতে ৫৯ লাখ রুপির টিকিট বিক্রি হয়েছে।
শহরের দিক থেকে কোচি রয়েছে শীর্ষে, ১৩ লাখ রুপির অগ্রিম বিক্রি নিয়ে, এরপর রয়েছে ত্রিবান্দ্রাম— ১০ লাখ রুপি। বর্তমানে ৭৫০টি শো তালিকাভুক্ত রয়েছে এবং চূড়ান্ত শো সংখ্যা ১,০০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
ঈদের উৎসবের পর ‘এল-২: এমপুরান’-এর গতি কিছুটা কমেছে, তবে ছবিটি এখনও কিছু চমকপ্রদ বক্স অফিস রেকর্ড তৈরি করে চলেছে। ‘বাজুকা’র মুক্তির সময়েও এটি একটি ভালো সংখ্যক শো ধরে রাখবে, তবে খুব বড় প্রভাব ফেলবে না বলেই মনে হচ্ছে। ‘এমপুরান’-এর মুখে মুখে প্রচার খুব একটা ইতিবাচক নয়, আর সেটিই মাম্মুটির নতুন এই ছবির জন্য লাভজনক হতে পারে।
যারা জানেন না, মাম্মুটির আগের ছবি ‘ডমিনিক অ্যান্ড দ্য লেডিস পার্স’ প্রথম দিনে ৭০ লাখ রুপির অগ্রিম বুকিং করেছিল। ‘বাজুকা’ খুব সম্ভবত সেই সংখ্যাটিও ছাড়িয়ে যাবে। বর্তমান গতিতে চলতে থাকলে, এটি ১ কোটি রুপির ওপেনিং ডে প্রি-সেলস অনায়াসে পার করে ফেলবে। –কইমই









