এশিয়া-প্যাসিফিক রিজিওনাল ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (এপিআরআইজিএফ)-এর ডব্লিউএসআইএস+২০ পর্যালোচনা গ্রুপের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এ এইচ এম বজলুর রহমান। তিনি বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশে দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার (১০ ডিসেম্বর) এপিআরআইজিএফ-এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল শাসন ব্যবস্থায় অন্তর্ভুক্তিমূলক, অধিকারভিত্তিক ও ভবিষ্যৎমুখী উন্নয়ন নিশ্চিত করতে বজলুর রহমানের দীর্ঘদিনের অঙ্গীকার ও অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। ২০০০ সাল থেকে তিনি ডব্লিউএসআইএস প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন দায়িত্বে তিনি ডিজিটাল রূপান্তর, মানবকেন্দ্রিক উদ্ভাবন এবং জটিল ডিজিটাল পরিবেশে চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবেন। তার নেতৃত্ব মাল্টি-স্টেকহোল্ডার সহযোগিতাকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
এপিআরআইজিএফ মাল্টি-স্টেকহোল্ডার স্টিয়ারিং গ্রুপ (এমএসজি) গঠিত ডব্লিউএসআইএস+২০ কর্মী গ্রুপটি দুই সপ্তাহ অন্তর ভার্চুয়ালি বৈঠক করে আঞ্চলিক মতামত উপস্থাপন, অবদান সমন্বয় এবং থিম্যাটিক ওয়েবিনার আয়োজন করে।
ডব্লিউএসআইএস+২০ পর্যালোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০০৫ সালের বিশ্ব তথ্য সমাজ সম্মেলনের পর অগ্রগতি মূল্যায়ন করবে এবং ভবিষ্যতের অগ্রাধিকার নির্ধারণ করবে। ১৬–১৭ ডিসেম্বর ২০২৫ নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ-স্তরের বৈঠকে এ বিষয়ে পর্যালোচনা অনুষ্ঠিত হবে।









