সময়ের অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডারদের একজন জার্মানির জামাল মুসিয়ালা। জায়ান্ট বায়ার্ন মিউনিখের সাথে চুক্তি প্রায় শেষের দিকে ছিল তার। নতুন মৌসুমে তার উপর চোখ পড়েছিল ম্যানচেস্টার সিটির। সিটিকে কোনো সুযোগ না দিয়ে নতুন চুক্তি সেরে নিয়েছে বায়ার্ন।
বায়ার্ন মিউনিখ ঘোষণা করেছে তারকা খেলোয়াড় জামাল মুসিয়ালার সাথে নতুন চুক্তিতে গেছে ক্লাবটি। বাভারিয়ানদের সাথে তিনি থাকবেন আরও পাঁচ বছর। ২০৩০ সালের জুনে পর্যন্ত। এজন্য ২১ বর্ষী মুসিয়ালাকে প্রতিবছর দেবে ২৬ মিলিয়ন ইউরো।
মুসিয়ালার নতুন চুক্তি নিয়ে বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবারেল জানিয়েছেন, ‘পৃথিবীর অন্যতম সেরা ক্লাবগুলো এমন খেলোয়াড় খুঁজছেন যারা খেলায় পার্থক্য গড়ে দিতে পারেন এবং জামাল মুসিয়ালা তাদের মধ্যে একজন। তার হাতেই বায়ার্নের বর্তমান নির্ধারিত হয়, ভবিষ্যতেও হবে এবং সে নতুন প্রজন্মের তারকা।’
‘চাহিদার তালিকায় থাকা জামাল মুসিয়ালাকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং তিনি দীর্ঘ মেয়াদে এফসি বায়ার্ন মিউনিখে থাকবেন। এ ধরনের খেলোয়াড় নিয়ে, আমরা সবাইকে এমন বার্তা দিতে চাই যে বায়ার্ন মিউনিখ অদূর ভবিষ্যতে রাজত্ব করবে।’
বুন্দেসালিগায় রাতে বর্তমান চ্যাম্পিয়ন বেয়ার লেভারকুসেনের বিপক্ষে নামবে বায়ার্ন মিউনিখ। খেলা শুরু হবে রাত সাড়ে ১১ টায়।









