সমর্থকদের উগ্র আচরণের দায়ে শাস্তি পেয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগা জায়ান্টদের দিতে হচ্ছে বড় অঙ্কের জরিমানা। ক্লাবটিকে ১ লাখ ৫০ হাজার ইউরো জরিমানা করেছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)।
মঙ্গলবার শাস্তির বিষয়টি জানায় জার্মান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ডিএফবি’র দেয়া শাস্তি মেনে নিয়েছে বায়ার্ন মিউনিখ।
গত আগস্টে জার্মান কাপে ওয়েমকে ৪-০ গোলে হারায় বায়ার্ন। ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে ফ্লেয়ার জ্বালিয়ে ও আতশবাজি ফুটিয়ে উল্লাস করেন বায়ার্ন সমর্থকরা। মাঠে প্রচুর ধোঁয়া সৃষ্টি হয় এতে। ফলে প্রায় তিন মিনিট বন্ধ থাকে খেলা। সমর্থকদের কারণে ম্যাচে বিঘ্ন ঘটায় বড় অঙ্কের জরিমানা দিতে হচ্ছে ক্লাবটিকে।
শাস্তির কথা জানিয়ে বিবৃতিতে ডিএফবি বলেছে, ‘এসএসভি ওয়েমে জার্মান কাপের ম্যাচের ৪৬তম মিনিটে মিউনিখের দর্শকরা অন্তত ৭০টি ফ্লেয়ার ও চারটি আতশবাজি জ্বালায়। এগুলোর কিছু মাঠেও যায়। প্রচুর ধোঁয়া সৃষ্টি হয় মাঠজুড়ে। যার কারণে প্রায় তিন মিনিট খেলা বন্ধ রাখতে বাধ্য হয়েছিল।’









