কোনো শিরোপা ছাড়াই মৌসুম শেষ হয়েছে বায়ার্ন মিউনিখের। নতুন মৌসুমে নতুন করে পথচলা শুরু করতে চায় বুন্দেসলিগা জায়ান্ট ক্লাবটি। থমাস টুখেলকে সরিয়ে নতুন কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে ভিনসেন্ট কোম্পানিকে। এই জন্য বেলজিয়ামের সাবেক তারকা ফুটবলারের দায়িত্বে থাকা ইংলিশ ক্লাব বার্নলিকে ক্ষতিপূরণ দিতেও প্রস্তুত বায়ার্ন।
২০২২ সালে বার্নলির দায়িত্ব নেন কোম্পানি। ২০২৩ মৌসুমে ক্লাবটির সঙ্গে পাঁচবছরের চুক্তি নবায়ন করেন। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো বলছে, ২০২৭ সাল পর্যন্ত কোম্পানির সাথে চুক্তি করতে প্রস্তুত বায়ার্ন। আর সেই কারণে বার্নলিকে ১২ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দিতে রাজী হয়েছে বাভারিয়ান ক্লাবটি।
বার্নলিতে কোম্পানির সহকারী ক্রেগ বেল্লামি অ্যালিয়াঞ্জ অ্যারেনায় যাচ্ছেন না। তবে ফ্লোরিবার্ট এনগালুলা ও ব্রাম গিয়ারস সঙ্গী হচ্ছেন সাবেক বেলজিয়ানের।
এর আগে বেয়ার লেভারকুসেনের বস জাবি আলোনসো, জার্মানির হেড কোচ জুলিয়ান নাগেলসম্যান এবং অস্ট্রিয়ার হেড কোচ রালফ রাঙ্গনিককে প্রস্তাব দিয়েছিল বায়ার্ন। প্রত্যেকেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ফলে কোম্পানিকে ডাগআউটের দায়িত্ব দিতে চলেছে বুন্দেসলিগার সবচেয়ে সফল দলটি।
২০১৯ সালে আন্ডারলেখটের ফুটবলার থাকাকালীনই ক্লাবটির কোচ হন কোম্পানি। ২০২০ সালে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিয়ে কোচ দায়িত্বেই মনোযোগ দেন। ২০২২ সালে আন্ডারলেখটকে বিদায় জানিয়ে বার্নলিতে যোগদেন।









