চ্যাম্পিয়ন্স লিগ শেষে শুরু হয়েছে ইউরোপের শীর্ষ ৫ লিগের খেলা। শনিবার রাতে নিজেদের ঘরোয়া লিগে জয় পেয়েছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ এবং ম্যানচেস্টার সিটি। লা লিগায় রাউন্ড ১৪তে আলাভেসকে ৩-১ গোলে হারিয়েছে কাতলানরা। বুন্দেসলিগায় রাউন্ড ১২তে সেন্ট পাউলিকে ৩-১ গোলে হারায় বাভারিয়ানরা। প্রিমিয়ার লিগে রাউন্ড ১৩তে লিডস ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে সিটিজেনরা।
ক্যাম্প ন্যুতে বার্সার হয়ে জোড়া গোল করেন দানি ওলমো এবং এক গোল করেন লামিন ইয়ামাল। আলাভেসের হয়ে একমাত্র গোলটি করেন পাবলো ইবানেজ।
ম্যাচের প্রথম মিনিটে গোল হজম করে বসে বার্সা। ভিক্টর পারাদার অ্যাসিস্টে গোল পান ইবানেজ। অবশ্য ৮ মিনিটে সমতায় ফেরে বার্সা। রবার্ট লেভান্ডোভস্কির বাড়ানো গোল করেন ইয়ামাল। চোট কাটিয়ে মাঠে ফেরা রাফিনহা অ্যাসিস্ট দ্বিতীয় গোলে, ২৬ মিনিটে তার পাসে দলের গোল করেন ওলমো। ২-১ গোলে এগিয়ে বিরততে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে মাঠে নামেন পেদ্রি, প্রায় ১ মাস পর মাঠে ফেরেন তিনি। ৯০ মিনিট পর্যন্ত জালের দেখা পায়নি কোন দল। যোগ করা সময় ইয়ামালের পাসে দ্বিতীয় গোল করেন ওলমো। ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।
১৪ ম্যাচে ১১ জয় ১ ড্র এবং ২ হারে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সা। এক ম্যাচ কম খেলে ১০ জয় ২ ড্র ও ১ হারে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় ছিল বায়ার্ন, সেখানে থেকে স্কোরলাইন হয় ৩-১। বাভারিয়ানদের হয়ে গোল তিনটি করেন রাফায়েল গুয়েরেইরো, লুইস দিয়াজ এবং নিকলাস জ্যাকসন। সেন্ট পাউলির হয়ে এক মাত্র গোলটি করেন আন্দ্রেয়াস হাউন্টনজি।
ম্যাচের ৬ মিনিটে হাউন্টনজির গোলে এগিয়ে যায় সফরকারীরা। প্রথমার্ধের শেষ মিনিটে দিয়াজের অ্যাসিস্টে গোল করে সমতায় ফেরান গুয়েরেইরো। ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।
ম্যাচে একের পর এক আক্রমণ চালায় বায়ার্ন। ৮১ শতাংশ বল দখলে রাখে বায়ার্ন। তবে ৯০ মিনিট পর্যন্ত জালের দেখায় পায়নি দলটি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জসুয়া কিমিখের পাসে দিয়াজের গোলে লিড পায় বায়ার্ন। তিন মিনিট পর গোল করেন জ্যাকসন, ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ভিন্সেন্ট কোম্পানির শিষ্যরা।
১২ ম্যাচে ১১ জয় ও ১ ড্রতে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বায়ার্ন। ১২ ম্যাচে ৮ জয় ২ ড্র ও ২ হারে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লেইপজিগ।
প্রিমিয়ার ফিল ফোডেনের শেষ মিনিটের গোলে জয় পেয়েছে ম্যানসিটি। ৯০ মিনিট পর্যন্ত ২-২ গোলে সমতায় থাকা ম্যাচে দারুণভাবে ফেরে পেপ গার্দিওলার শিষ্যরা।
ইতিহাদে সিটির হয়ে জোড়া গোল করেন ফোডেন, এক গোল করেন জ্যাসকো গাভার্দিওল। লিডসের হয়ে গোল দুটি করেন লুকাস নমেচা এবং ডোমিনিক ক্যালভার্ট-লেউইন।
ম্যাচের প্রথম মিনিটেই ম্যাথেউজ নুনেসের পাসে গোল করে সিটিকে লিড এনে দেন ফোডেন। ২৫ মিনিটে নিক ও’রেইলির অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন গাভার্দিওল। ২-০তে এগিয়ে বিরতিতে যায় সিটিজেনরা।
দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে ব্যবধান কমান ডোমিনিক ক্যালভার্ট। ৬৮ মিনিটে পেনাল্টি পায় লিডস, নমেচার শট ঠেকিয়ে দেন সিটি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা, তবে ফিরতি বলে গোল করেন নমেচা। ৯০ মিনিট শেষে যোগ করা সময় রায়ান চেরকির পাসে জয়সূচক গোল করেন ফোডেন। ৩-২ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে সিটি।
১৩ ম্যাচে ৮ জয় ১ ড্র ও ৪ হারে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। ১২ ম্যাচে ৯ জয় ২ ড্র ও ১ হারে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্সেনাল।









