অক্টোবরের তৃতীয় সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আসবে সাউথ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমাকে প্রথম টেস্টে পাচ্ছে না প্রোটিয়ারা। সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড বিবৃতিতে জানিয়েছে।
বাভুমার পরিবর্তে প্রথম টেস্টে দলের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। বাভুমা বাদ পড়ায় দলে ঢুকেছেন ডিওয়াল্ড ব্রেভিস। আগে নান্দ্রে বার্জার চোটে বাদ পড়ায় দলে জায়গা পেয়েছেন লুনগি এনগিদি।
ক্রিকেট সাউথ আফ্রিকা বিবৃতিতে জানিয়েছে, ‘ইনজুরিতে থাকলেও বাভুমা দলের সঙ্গে মঙ্গলবার ঢাকা সফর করবেন। প্রোটিয়া মেডিকেল টিমের অধীনে তার চোটের চিকিৎসা চলবে। যাতে দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত হতে পারেন।’
চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর। ঢাকায় প্রথম টেস্ট ২১ অক্টোবর শুরু।
আয়ারল্যান্ডের বিপক্ষে কনুইয়ের চোটে দ্বিতীয় ওয়ানডেতে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন বাভুমা। তারপর অবশ্য আর মাঠেই নামা হয়নি। বাভুমার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন রসি ফন ডার ডুসেন।









