Site icon চ্যানেল আই অনলাইন

গুচ্ছের ভর্তি শুরু আজ থেকে

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২ টা থেকে শুরু হয়ে এই প্রক্রিয়া চলবে ২৭ অক্টোবর পর্যন্ত।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির সচিব জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা গুচ্ছের (জিএসটি) ওয়েবসাইটের মাধ্যমে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে। আগামী ১৭ অক্টোবর দুপুর ১২টা হতে ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে তাদের আবেদন করতে হবে।

প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য সার্ভিস চার্জ ছাড়া আবেদন ফি নির্ধারণ করা হয়েছে পাঁচশো টাকা। ২৮ অক্টোবর রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে এ ফি পরিশোধ করতে হবে।

এর আগে গত ৩০ আগস্ট ‘ক’ ইউনিট, ১৩ সেপ্টেম্বরে ‘খ’ ইউনিট এবং ২০ সেপ্টেম্বর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Exit mobile version