কুয়েতে এএফসি চ্যালেঞ্জ লিগের তৃতীয় ম্যাচের আগে দুর্ঘটনার কবলে পড়েছে বসু্ন্ধরা কিংস। মাঠে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনার মুখোমুখি হয় বসুন্ধরা কিংসয়ের খেলোয়াড় এবং স্টাফদের বহনকৃত বাসটি। তবে এই দুর্ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি।
চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় চ্যালেঞ্জ লিগে কুয়েতের ক্লাব কুয়েত এসসির মুখমুখি হবে কিংস। কুয়েতের জাবের আল-মুবারক আল-হামাদ স্টেডিয়ামে যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার মুখোমুখি হয়। প্রথমে টায়ার ফেটে যায় পরবর্তীতে বাসটি একদিকে হেলে পড়ে। তবে দ্রুতই নিয়ন্ত্রণ আনায় কোনো ক্ষতি হয়নি।
কিংসের মিডিয়া ম্যানেজার বলেছেন, ‘মাঠে যাওয়ার পথে আমাদের বাসটির টায়ার ফেটে যায়। পরবর্তীতে বাসটি কিছুটা কাত হয়ে পড়ে। তৎক্ষণাৎ বাসটি নিয়ন্ত্রণে আনা হয়, পরে বাসটি অচল হয়ে পড়ে। এ দুর্ঘটনায় কারো কোন ক্ষতি হয়নি, সবাই সুস্থ আছেন। পরে খেলোয়াড়দের অন্য একটি বাসে করে মাঠে নেয়া হয়েছে।’









