ফেডারেশন কাপে গ্রুপপর্বের ম্যাচ শেষ হয়েছে। ‘এ’ গ্রুপে শীর্ষে থেকে পরের পর্বে গেছে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়ন। ‘বি’ গ্রুপে শীর্ষ থেকে পরের পর্বে গেছে ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। গত দুই আসরে ফাইনাল খেলা মোহামেডান এসসি গ্রুপপর্ব থেকে বাদ পড়েছে।
গ্রুপপর্বের শেষ ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ঢাকা আবাহনী। দিনের অপর ম্যাচে মোহামেডান এসসি জয় পেয়েছে ফকিরাপুলের বিপক্ষে। মোহামেডানের ৫ গোলের বিপরীতে ফকিরাপুল মেন্স ইয়ং ক্লাব দিয়েছে ২টি।
‘এ’ গ্রুপ থেকে আগেই পরের রাউন্ডে পা রেখেছে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়ন। ‘বি’ গ্রুপে সেরা দুদল আসবে এখানে খেলতে। ৮ এপ্রিল প্রথম ম্যাচ খেলবে বসুন্ধরা এবং ১৫ এপ্রিল ব্রাদার্স খেলবে এলিমিনেটর ম্যাচ। এখান থেকে ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ নির্ধারিত প্রতিপক্ষের বিপক্ষে খেলবে।
ফেডারেশন কাপে ‘এ’ গ্রুপ থেকে বাদ পড়েছে ফর্টিস এফসি, পুলিশ এফসি ও ঢাকা ওয়ান্ডারার্স। ‘বি’ গ্রুপ থেকে বাদ পড়েছে মোহামেডান এসসি, ফকিরাপুল এবং চট্টগ্রাম আবাহনী।









