গত ৬ বছর ধরে বসুন্ধরা কিংসের রক্ষণভাগটা সামলে ছিলেন তারিক কাজী। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে ঘরোয়া ফুটবলের শীর্ষস্থানীয় ক্লাবটির সঙ্গে সম্পর্কচ্ছিন্ন করেছেন বাংলাদেশ জাতীয় দলের এই তারকা ফুটবলার। কারণও জানিয়েছেন তারিক। প্রায় এক বছর ধরে তারিকের বকেয়া বেতন পরিশোধ করছে না কিংস। তারিকের চুক্তি বাতিলের পর পাল্টা পোস্ট দিয়েছে কিংস।
অবশ্য তারিকের বকেয়া বেতনের প্রসঙ্গটি সামনে আনেনি কিংস। তারিকের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তারা লিখেছেন, ‘বসুন্ধরা কিংস ২০১৮ সালে তারিক কাজীকে স্কাউট করে এবং তার বিশ্বাসযোগ্য প্রোফাইল দেখে তাকে বাংলাদেশে আনার উদ্যোগ নেয়। এই যাত্রায়, কিংস তার সব কাগজপত্র প্রক্রিয়াজাত করে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সহায়তা করে, যার ফলে তিনি ২০২১ সালে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক করার সুযোগ পান।’
‘বসুন্ধরা কিংস গর্বিত যে তারিক কাজি একজন পেশাদার ফুটবলার থেকে বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়ে পরিণত হয়েছেন। তার অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতে, তাকে একাধিক ম্যাচে বসুন্ধরা কিংসের অধিনায়কত্ব দেয়া হয়।’
‘আজ (শুক্রবার), তারিক কাজি এবং বসুন্ধরা কিংস ছয় বছরের সফল যাত্রার পর আলাদা হয়েছে। এই সিদ্ধান্তটি তারিকের পক্ষ থেকে এসেছে এবং আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি। আমরা তারিককে গত ছয় বছরে তার অসামান্য অবদানের জন্য ধন্যবাদ জানাই এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’









