সিলেট থেকে: ফরচুন বরিশালের বিপক্ষে শেষ ওভারে রংপুর রাইডার্সের দরকার ছিল ২৬ রান। রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান ছিলেন স্ট্রাইকে। বরিশালের হয়ে বলে আসেন কাইল মেয়ার্স। ক্যারিবীয় বোলারের উপর তাণ্ডব চালান সোহান। ৬, ৪, ৬, ৪, ৪ ও ৬- ছয় বলে ছয় বাউন্ডারিতে ৩০ রান আদায় করে রংপুরকে টানা ষষ্ঠ জয় উপহার দেন সোহান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে বরিশাল। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৯৭ রান তোলে তামিম ইকবালের দল। জবাবে ইনিংসের শেষ বলে ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে রংপুর।
আগে ব্যাটে নামা বরিশালের হয়ে কাইল মেয়ার্স সর্বোচ্চ রান করেন। এক চার ও ৭ ছক্কায় ২৯ বলে ৬১ রান করেন। ৩০ বলে ৪১ রান করেন নাজমুল হোসেন শান্ত। ৩৪ বলে ৪০ রান করেন তামিম। তাওহীদ হৃদয় ২৩ রান এবং ফাহিম আশরাফ ৬ বলে ২০ রান করেন।
রংপুরের হয়ে কামরুল ইসলাম রাব্বি দুটি উইকেট নেন। আকিফ জাভেদ ও সাইফউদ্দিন একটি করে উইকেট নেন।
জবাবে রংপুরের হয়ে খুশদিল শাহ ও ইফতিখার আহমেদ ৪৮ রান করে এনে দেন। ২৮ বলে ৩৮ রান করেন তাওফীক খান। ১৮.৪ ওভারে ফিল্ডারকে বাধা দেয়ার দায়ে আউট হয়ে ফিরে যান শেখ মেহেদী। পরের বলেই ফিরে যান সাইফউদ্দিন। এরপর শেষ ওভারে তাণ্ডব চালিয়ে রংপুরের জয় নিশ্চিত করেন সোহান। তিনটি করে চার ও ছক্কায় ৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন রংপুর অধিনায়ক।
বরিশালের হয়ে জাহানদাদ খান দুটি উইকেট নেন।









