সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বল হাতে তাণ্ডব চালিয়েছেন ফাহিম আশরাফ। ৩.১ ওভারে ৭ রান খরচায় সিলেটের ৫ উইকেট তুলে নিয়েছেন। তাণ্ডব চালানো বোলিংয়ের পর তামিম ইকবালের ফিফটি ও মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিংয়ে বড় জয় পেয়েছে ফরচুন বরিশাল।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় সিলেট। ১৮.১ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে ১৬ ওভারে ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে বরিশাল।
৯ ম্যাচে ৭ জয়ে কাগজে কলমে প্লে-অফ নিশ্চিত হয়েছে গতবারের চ্যাম্পিয়ন দলটির। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বরিশাল। সমান ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর। অন্যদিকে ১০ ম্যাচে আট হার দেখে টেবিলের তলানিতে সিলেট।
বরিশাল বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি সিলেট ব্যাটাররা। সর্বোচ্চ ২৮ রান করেন আহসান বাট্টি, ২৯ বলে। জাকের আলী ১৯ বলে ২৪ রান, তানজিম সাকিব ৮ বলে ১৩ এবং আরিফুল হক ১৩ বলে ১২ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি।
বরিশালের হয়ে ফাহিম আশরাফের ৫ উইকেটের পাশাপাশি দুটি করে উইকেট নেন মোহাম্মদ নবী ও জেমস ফুলার। রিশাদ হোসেন নেন এক উইকেট। দুই উইকেট শিকার করে মোহাম্মদ নবী বিপিএলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি এখন। আফগান অলরাউন্ডারের বিপিএল উইকেট সংখ্যা ৭৪টি। ৭৩টি উইকেট নিয়ে শীর্ষে ছিলেন শ্রীলঙ্কান থিসারা পেরেরা।
জবাবে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। দলীয় ২২ রানে ফিরে যান তাওহীদ হৃদয়, ৭ বলে ৬ রান করে। ৩৯ রানে ফিরে যান ডেভিড মালান। ৮ বলে ৯ রান করেন ইংলিশ ব্যাটার। মুশফিকুর রহিমকে নিয়ে ৬০ বলে ৮১ রানের অপ্রতিরোধ্য জুটি গড়ে বরিশালের জয় নিশ্চিত করেন তামিম। ৫১ বলে ৬টি চারে ৫২ রান করেন তামিম। আর চারটি চার ও এক ছক্কায় ৩০ বলে ৪২ রান করেন মুশফিকুর রহিম।
সিলেটের হয়ে একটি করে উইকেট নেন নাহিদুল ইসলাম ও সুমন খান।









