ফরচুন বরিশালকে টানা দ্বিতীয়বার বিপিএলের শিরোপা জিতিয়ে রোববার বরিশাল গিয়েছিলেন তামিম-মুশফিক-মাহমুদউল্লাহরা। বেলস-পার্কে হওয়ার কথা ছিল দলটির ট্রফি ট্যুর অনুষ্ঠান ও কনসার্ট। চ্যাম্পিয়নদের বরণে উপচে পড়া জনসমুদ্রে উচ্ছ্বসিত দর্শকদের হট্টগোলে পণ্ড হয়েছে সেই অনুষ্ঠান। তবে চ্যাম্পিয়ন দলের সদস্যরা নিরাপদে আছেন।
নিরাপত্তা বেস্টনি ভেঙে দর্শকরা স্টেজে উঠে এলেও নিরাপদে বের হতে পেরেছেন তামিম-মুশফিক-মাহমুদুল্লাহ ও শান্তরা। ওই হট্টগোলের কারণে খেলোয়াড়রা স্টেজে তিন মিনিটের বেশি থাকতে পারেননি। নিরাপত্তা সমস্যায় দল হোটেলের উদ্দেশ্যে বের হয়ে যাওয়ায় আবারও হট্টগোল শুরু হয় এবং সমর্থকরা সামনে যা পেয়েছেন সেটাই স্টেজে ছুঁড়ে মারেন।
১১তম আসরে শিরোপা জয়ের পর রোববার চার্টার্ড ফ্লাইটে ট্রফি নিয়ে বরিশালে পৌঁছায় ফ্র্যাঞ্চাইজিটির ২২ দেশীয় ক্রিকেটার, কোচিং স্টাফসহ মোট ৪০ জনের বহর। বিমানবন্দর থেকে বেলস পার্ক মাঠে যাওয়ার সময় মূল সড়কে পায়ে হেঁটে, সাইকেল ও বাইকে করে চ্যাম্পিয়নদের উষ্ণ অভ্যর্থনা জানান বরিশালবাসী। তবে আয়োজকদের অব্যবস্থাপনার জন্য বিমানবন্দর থেকে টিম বাস পদে পদে বাধার মুখে পড়ে। পরে সেই অব্যবস্থাপনা স্টেজ পর্যন্ত চলে আসে।
ওদিকে প্রিয় ক্রিকেটারকে কাছে থেকে দেখতে বেলস পার্ক পরিণত হয় জনসমুদ্রে। ক্রিকেটাররা স্টেজে পৌঁছানোর পরই শুরু হয় হট্টগোল, নিরাপত্তা বেস্টনি ভেঙে ঢুকে পড়ে উচ্ছ্বসিতরা। মূল অনুষ্ঠান শুরুর আগে উত্তেজিতরা ভাঙচুর শুরু করলে নিরাপদে সরিয়ে নেয়া হয় তামিম-শান্ত-রিশাদদের। এসময় আহত হন অনেকে। এতেই ট্রফি ট্যুর আয়োজনসহ কনসার্টও পণ্ড হয়ে যায়।









