Advertisements
শনিবার বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশকে ঘিরে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ছে বরিশাল শহর। বাস, লঞ্চ চলাচল বন্ধের পাশাপাশি কর্মবিরতিতে গেছেন অটোরিকশা, থ্রি-হুইলার ও মাইক্রোবাস চালকরাও। তবে প্রতিবন্ধকতা এড়াতে দুই দিন আগেই বরিশাল পৌঁছে গেছেন অনেক নেতাকর্মী। যে কোনো মূল্যে সমাবেশ সফল করার ঘোষণা দিয়েছে বিএনপি। পুলিশ বলছে, কর্মসূচি শান্তিপূর্ণ হলে সহায়তা করা হবে।







