বার্সেলোনার মেডিকেল টিম নিবিড় পর্যবেক্ষণের পর জানাল, প্রায় ৫ মাসের জন্য মাঠে বাইরে থাকতে হবে গ্যাভিকে। চলতি মৌসুমের সব ম্যাচে মাঠের বাইরে ছিলেন তিনি। হাঁটুর চোটের জন্য আগে ২৫ দিন মাঠের বাইরে ছিলেন স্প্যানিয়ার্ড তারকা।
বার্সেলোনা জানাচ্ছে, তার অস্ত্রোপচার শেষে পর্যবেক্ষণের পর দেখা যায় অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে কোন ক্ষতি হয়নি। ২০২৩ সালে প্রথম ২১ বর্ষী তারকার অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল।
গ্যাভি আগস্টে অনুশীলনের সময় ডান হাঁটুতে আঘাত পান। বার্সেলোনা বিবৃতিতে জানিয়েছে, ‘গ্যাভির মেডিকেল মেনিস্কাসের (হাঁটু) আঘাতের চিকিৎসার জন্য আর্থ্রোস্কোপি করা হয়েছে, পরবর্তীতে মেনিস্কাস সেলাই করা হয়েছে।’
দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার হওয়ায় তার চোট ভোগাচ্ছে বার্সেলোনাকে। কাতালান কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন, ‘সে একজন বিশাল হৃদয়ের এবং প্রচুর আবেগপ্রবণ খেলোয়াড়। দলের জন্য এটা সহজ নয়, কারণ তার মধ্যে আমাদের জন্য বিশাল গুণ রয়েছে, কিন্তু আমরা সবাই তাকে সমর্থন করব এবং তাকে আবার তার স্তরে পৌঁছাতে সাহায্য করব।’









