নাটকীয়তার পর শেষ হতে চলেছে জাভি হার্নান্দেজের বার্সেলোনা কোচিং অধ্যায়। ব্যর্থতার দায় নিয়ে মৌসুমের মাঝপথে কাতালান ক্লাবটি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন, পরে বার্সার অনুরোধে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। শেষঅবধি তাকে বরখাস্তই করে বসেছে বার্সা। এভাবে ছাড়তে হলেও কর্তৃপক্ষ নিয়ে কোনো কড়া মন্তব্য করেননি, উল্টো কাতালানদের নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন স্পেনিয়ার্ড কোচ।
শুক্রবার অফিশিয়াল বিবৃতিতে জাভিকে বরখাস্ত করার বিষয়টি জানিয়েছে বার্সেলোনা। তাকে চাকুরিচ্যুত করার কথা ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা নিজেই জানিয়েছেন। রোববার সেভিয়ার বিপক্ষে শেষবারের মতো বার্সার ডাগআউট সামলাবেন জাভি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪৪ বর্ষী জাভি বলেছেন, ‘প্রিয় সমর্থকরা, বার্সার ডাগআউটে রোববার আমার সময় শেষ হবে। প্রাণের এই ক্লাব ছেড়ে যাওয়া কখনই সহজ নয়। তবে আড়াই বছর একটি ড্রেসিংরুমে থাকতে পেরে দ্বিতীয় পরিবারের মতো হয়ে গেছে, যার জন্য আমি খুব গর্ববোধ করি।’
‘আমি ভক্তদের সমর্থন এবং স্নেহের প্রতি ধন্যবাদ জানাই, যারা সবসময় আমার পাশে থেকেছেন। ফুটবলার হিসেবে এখানে কাটানো সময়ের মতো একইরকম ভালোবাসা দিয়েছেন। রোববার থেকে স্ট্যান্ডে আমি আরেকজন বার্সেলোনা সমর্থক হয়ে যাব এবং সেটা এখনকার অলিম্পিক স্টেডিয়ামে হোক কিংবা কয়েকমাস পর ন্যু ক্যাম্পে হোক। কারণ আমি একজন খেলোয়াড় বা কোচ হওয়ার আগে একজন বার্সেলোনা সমর্থক। ক্লাবটির জন্য সবসময় সেরাটাই আমার চাওয়া, যা ভবিষ্যতেও চেয়ে যাব।’
‘দুর্দান্তসব খেলোয়াড় নিয়ে গড়া দলের সঙ্গে এবং দারুণ কিছু কর্মীদের নিয়ে কাজ করেছি। তাদের সবাইকে ধন্যবাদ, আমরা গতবছর একটি লিগ এবং একটি সুপার কাপের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন করতে পেরেছি। কিন্তু এই মৌসুমটি আমাদের আশানুরূপ হয়নি। আমাদের এগুলো নিয়ে পড়ে থাকলে চলবে না এবং যেটি বার্সেলোনা সমর্থকদের উজ্জীবিত করে, সেই লা মাসিয়ায় নতুন প্রজন্মের ফুটবলার তৈরিতে সাহায্য করতে হবে।’
‘সবাইকে অনেক ধন্যবাদ। ভক্ত, খেলোয়াড়, কর্মচারী, ক্লাবের কর্মচারী, সভাপতি, পরিচালনা পর্ষদ, ক্রীড়া পরিচালক, মিডিয়া এবং যাদের সঙ্গে আড়াই মৌসুম ধরে এই পথচলা ভাগাভাগি করেছি। আমার হৃদয়ে বহন করা ক্লাবের জন্য শুভ কামনা। বার্সা দীর্ঘজীবী হোক।’
এর আগে একটি মন্তব্যের কারণে জাভিকে ২০২৫ সাল পর্যন্ত রেখে দেয়ার সিদ্ধান্ত হতে সরে আসে বার্সা। ক্লাবের অর্থনৈতিক সংকটের কথা প্রকাশ্যে উল্লেখ করে জাভি বলেছিলেন, ‘আমরা রিয়ালের সঙ্গে লড়াই করার চেষ্টা করবো। ভক্তদের বুঝতে হবে যে, বর্তমান পরিস্থিতি খুবই কঠিন। আমাদের আর্থিক অবস্থা ২৫ বছর আগের মতো এখন আর নেই। আমরা চাইলেই একে-ওকে কিনে ফেলতে পারি না। ভক্তদের এটা বুঝতে হবে। তার মানে এই নয় যে, আমরা লড়াই করবো না। এরজন্য আমাদের স্থির হওয়া দরকার, আরও সময় দরকার।’
জাভির এমন মন্তব্য ভালোভাবে নেননি ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। বার্সার বোর্ড মনে করেছে, জাভি দলের ডাগআউটে থেকে যাওয়ার ঘোষণা দিয়ে যে আত্মবিশ্বাস বাড়িয়েছিলেন, তার মন্তব্য তাতে চিড় ধরিয়েছে। কোচ নতুন ফুটবলারদের থেকে সেরাটা বের করতে ব্যর্থ হয়েছেন বলেও মনে করে বোর্ডটি।
মৌসুমে লা লিগা, কোপা ডেল রে ও চ্যাম্পিয়ন্স লিগে হতাশ করেছে বার্সেলোনা। রিয়ালের কাছে লিগ হাতছাড়াসহ কোপা ডেল রে ও চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল থেকে জাভির শিষ্যদের বিদায় নিতে হয়।









