লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়ে টেবিলে রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। শক্ত অবস্থানে থাকা অ্যাটলেটিকো পেয়েছে টানা ছয় জয়ের পর হারের স্বাদ।
ন্যু ক্যাম্পে মঙ্গলবার রাতে শুরুতে পিছিয়ে পড়া ম্যাচে অ্যাটলেটিকোকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। কাতালুনিয়ান ক্লাবটি ১৫ ম্যাচে ১২ জয় ও এক ড্রতে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষ ধরে রেখেছে।
প্রথমার্ধের ১৯ মিনিটে বার্সার পোস্টে নেয়া প্রথম শটেই গোল পায় ডিয়েগো সিমিওনের দল। অ্যালেক্স বায়েনা লিড এনে দেন। পিছিয়ে পড়ার সাত মিনিটে বার্সাকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ১-১ সমতায় প্রথমার্ধ শেষ করে দুদল।
দানি ওলমোর ৬৫ মিনিটের গোল লিড এনে দেয় বার্সাকে। দ্বিতীয়ার্ধের যোগকরা সময়ে শেষ মূহূর্তে অ্যাটলেটিকোর জালে আরেকটি গোল জড়ান স্প্যানিয়ার্ড তারকা ফেররান তরেস।
পুরো ম্যাচে ৫৮ শতাংশ সময় বল ধরে রেখে অ্যাটলেটিকোর জালে ১৯টি শট নেয় হ্যান্সি ফ্লিকের দল। ৬টি শট লক্ষ্যে রাখতে পারা বার্সা। অ্যাটলেটিকো ৭ শট দিয়ে লক্ষ্যে রাখতে পারে দুটি।
লা লিগার টেবিলে বার্সার ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে অবস্থান রিয়াল মাদ্রিদের। লস ব্লাঙ্কোসরা এক ম্যাচ কম খেলেছে। রিয়ালের সমান ম্যাচ খেলে ৩২ পয়েন্ট নিয়ে তিনে ভিয়ারিয়াল। বার্সার সঙ্গে হেরে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চারে অ্যাটলেটিকো মাদ্রিদ।









