জাতীয় দল থেকে অনেক আগেই অবসর নিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। খেলা চালিয়ে যাচ্ছিলেন ক্লাব ফুটবলে। এবার সবধরনের ফুটবলকেই বিদায় বলে দিলেন স্পেনিয়ার্ড কিংবদন্তি। স্পেন জার্সিতে ২০১০ বিশ্বকাপজয়ী তিনি, করেছিলেন ফাইনাল জেতানো গোলটি।
আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সোমবার রাতে দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ৪০ বর্ষী ইনিয়েস্তা। স্পেনিয়ার্ড কিংবদন্তির পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০২ সালের অক্টোবরে বার্সেলোনা জার্সিতে।
১৯৯৬ সালে বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় নাম লেখান ইনিয়েস্তা। বয়সভিত্তিক এবং ক্লাবটির ‘বি’ দল থেকে ২০০২ সালে মূল দলে নাম লেখান। পরে স্বপ্নের মতো সাজান ক্যারিয়ার। ২০১৮ সালে কাতালানদের সঙ্গে দুযুগের বেশি সময়ের সম্পর্ক ছেড়ে জাপানে পাড়ি দেন।
বার্সা ছাড়ার পর ঠিকানা হয় জাপানিজ ক্লাব ভিসেল কোবেতে। সবশেষ মৌসুমে খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের ক্লাব এমিরেটসে। ২০২৫ সাল পর্যন্ত দলটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ ছিল। তবে ক্যারিয়ার আর দীর্ঘায়িত করলেন না। একবছরের চুক্তিতে ক্লাবটির হয়ে ২৩ ম্যাচ খেলে ৫টি গোলের পাশাপাশি ১টি অ্যাসিস্ট করেছেন।
স্প্যানিশ জায়ান্ট বার্সার হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারের সেরা সময়টা কাটিয়েছেন ইনিয়েস্তা। বার্সেলোনা মূল দলের হয়ে খেলেছেন ৬৭৪ ম্যাচ। ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৯টি লা লিগা, ৬টি কোপা ডেল রেসহ ৩২টি শিরোপা জিতেছেন।
স্পেন জাতীয় দলের হয়ে ২০০৬ সালে যাত্রা শুরু ছিল ইনিয়েস্তার। ২০১৮ সালে অবসর নেয়ার আগে ১৩১ ম্যাচ খেলেছেন। ১৪ গোলের পাশাপাশি জাতীয় দলের হয়ে ৩০টি অ্যাসিস্ট করেন। ২০০৮ ও ২০১২ সালে দলটির টানা দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে দারুণ অবদান রাখেন।
স্পেনের হয়ে দুবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের সঙ্গে সেরা অর্জন ফিফা বিশ্বকাপ জয়। ২০১০ সালে সাউথ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে স্পেনের জয়সূচক গোলটি এসেছিল ইনিয়েস্তার পা থেকে। গোলশূন্য সমতায় ম্যাচের মূল সময় পার হওয়ার পর ১১৬ মিনিটে গোলটি করেছিলেন। ১-০ গোলে জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।
২০১৮ বিশ্বকাপে রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যাওয়ার পর স্পেনকে বিদায় বলে দেন ইনিয়েস্তা।









