স্প্যানিশ সুপার কাপের শিরোপা নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ফাইনালকে সামনে রেখে দলকে তাঁতিয়ে তুলতে মোটা অঙ্কের অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন লস ব্লাঙ্কোসদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
সৌদি আরবের রিয়াদে কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে রোববার রাত ১টায় বছরের প্রথম ‘এল ক্ল্যাসিকো’তে মুখোমুখি হবে রিয়াল-বার্সা। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিততে পারলেই খেলোয়াড়রা বোনাস হিসেবে পাবেন ৪০ লাখ ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় ৪৮০ কোটি টাকা।
খেলোয়াড়দের সঙ্গে কোচিং স্টাফের সদস্যরাও পাবেন এই বোনাসের অর্থ। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য স্প্যানিশ ফেডারেশন থেকে তারা যে অর্থ পাবেন, তার প্রায় অর্ধেক এই বোনাস।
প্রথম সেমিফাইনালে জিতে শিরোপার মঞ্চে উঠেছে রিয়াল। পরদিনই ওসাসুনাকে হারিয়ে ফাইনালে পা দেয় বার্সা। ২০২৩ সালের পুনরাবৃত্তি ঘটিয়ে এবারও ফাইনালে দল দুটি লড়বে।
২০২০ সাল থেকে মৌসুম থেকে নতুন আঙ্গিকে চার দল নিয়ে হচ্ছে স্প্যানিশ সুপার কাপ। গত আসরে ফাইনালে কার্লো আনচেলত্তির দলকে হারিয়ে প্রতিযোগিতার রেকর্ড ১৪তম শিরোপা জিতেছিল বার্সেলোনা।







