চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের কাছে হারের হতাশা ভুলে লিগে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। গোলখরা কাটিয়েছেন কাইলিয়ান এমবাপে। উচ্ছ্বসিত কোচ কার্লো আনচেলত্তি। ফরাসি তারকাকে এমন সক্রিয় ও বিপজ্জনক চেহারাতেই দেখতে চান ইতালিয়ান কোচ।
সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে লা লিগায় গেটাফকে ২-০তে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জুড বেলিংহ্যাম দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান বাড়ান ২৫ বর্ষী এমবাপে।
গোলের সুযোগ এমবাপে পেয়েছিলেন আরও। কাজে লাগাতে পারেননি। সেরা বিধ্বংসী চেহারায় ছিলেন না এদিনও। তবে যা করেছেন, তাতেই স্বস্তি ফিরেছে আলচেলত্তির।
ম্যাচ শেষে ৬৫ বর্ষী আনচেলত্তি বলেছেন, ‘এমবাপে বরাবরের মতোই বিপজ্জনক ছিল। একটি গুরুত্বপূর্ণ গোল করেছে, তাতে খেলা আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে সহায়তা করেছে। দ্বিতীয়ার্ধে তার সুযোগ ছিল। তবে ম্যাচে সে তৎপর ছিল, তার কাছ থেকে এটাই চাই। তার গোল পাওয়াটা আমাদের জন্য স্বস্তির ছিল।’
১৪ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্ট এগিয়ে থেকে লিগে শীর্ষে আছে বার্সেলোনা, পয়েন্ট ৩৪।









