ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার জোড়া গোলের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির বিপক্ষে ৩-২ গোলে জিতেছে বার্সেলোনা। পার্ক দে প্রিন্সেসে লড়াইটা ছিল প্রায় সমানে সমান।
বুধবার রাতে রোমাঞ্চ ছড়ানো ম্যাচের ৩৭ মিনিটে ডানপায়ের শটে রাফিনহা বার্সাকে লিড পাইয়ে দেন। বিরতির পর ৪৮ মিনিটে পিএসজির হয়ে সমতা টানেন উসমানে ডেম্বেলে।
ফ্যাবিয়ান রুইজের বাড়ানো বলে তিন মিনিট পর ভিতিনহার লক্ষ্যভেদে ফরাসি জায়ান্টরা এগিয়ে যায়। ম্যাচে ফিরতে বার্সেলোনাকে ৬২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। পেদ্রির পাসে বল নিয়ে বাঁ-পায়ে নিশানাভেদ করে ম্যাচে দ্বিতীয় গোলের দেখা পান রাফিনহা।
উত্তেজনাপূর্ণ খেলার ৭৭ মিনিটে ইলকায় গুনডোয়ানের কর্নার কিকে উড়ে আসা বলে ৬ গজ দূর থেকে হেডে বল জালে পাঠিয়ে জয়সূচক গোলটি করেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন।
আরেক খেলায় বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সিভিটাস মেট্রোপলিটানোতে খেলার চার মিনিটের মাথায় রদ্রিগো ডি পলের গোলে স্বাগতিকরা এগিয়ে যায়।
৩২ মিনিটের মাথায় অ্যান্টনিও গ্রিজম্যানের অ্যাসিস্টে বল নিয়ে ডানপায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন স্যামুয়েল লিনো। ম্যাচের ৮১ মিনিটে সেবাস্টিয়ান হ্যালার ডর্টমুন্ডের হইয়ে বল জালে পাঠালেও তা জার্মান ক্লাবটির হার এড়াতে পারেনি।








