চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক ম্যাচ খেলেছে বার্সেলোনা। সুপার লিগ গ্রিসের দল অলিম্পিয়াকোস এফসির বিপক্ষে ৬-১ গোলের বিশাল জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। হ্যাটট্রিক করেছেন ফেরমিন লোপেজ। দুটি গোল করেছেন মার্কাস র্যাশফোর্ড, একটি এসেছে লামিন ইয়ামালের থেকে।
চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় রাউন্ডে বার্সার এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে গ্রিসের দলটিকে নাচিয়ে ছেড়েছে। সপ্তম মিনিটে ফেরমিন লোপেজের গোল দিয়ে শুরু, ৩৯ মিনিটে লোপেজের গোলেই ২-০তে এগিয়ে যায় বার্সা। বিরতির পর ৫৩ মিনিটে পেনাল্টি থেকে আয়ুব এল কাবির গোলে কিছুটা প্রতিরোধের চেষ্টা করে অলিম্পিয়াকোস।
৫৭ মিনিটে লাল কার্ড দেখেন অলিম্পিয়াকোসের সান্তিয়াগো হেজে। ৬৮ মিনিটে লামিন ইয়ামালের পেনাল্টি থেকে গোলে ব্যবধান হয় ৩-১। ম্যাচ কিছুটা সেখানেই শেষ হয়ে যায় গ্রিসের দলটির জন্য। পরে ৭৪ মিনিটে র্যাশফোর্ডের প্রথম, ৭৬ মিনিটে লোপেজের হ্যাটট্রিক, ৭৯ মিনিটে র্যাশফোর্ডের দ্বিতীয় গোলে ৬-১এ বিশাল ব্যবধানে জয়ে মাঠ ছাড়ে কোচ হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডে জয়, আগের দুই রাউন্ডে বার্সা একটিতে জিতেছে। দলটির পয়েন্ট এখন ৬। লিগের তৃতীয় রাউন্ড চলাকালে তিন ম্যাচে তিন জয় নিয়ে টেবিলের শীর্ষ দল প্যারিস সেইন্ট জার্মেইন।









