দানি ওলমো ও পাউ ভিক্টরকে নিবন্ধন করানোর শেষদিন ছিল ৩১ ডিসেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে দুজনের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় নিবন্ধন করাতে পারেনি বার্সেলোনা। এরপর আনুষ্ঠানিকভাবে ওলমো ও ভিক্টরের নিবন্ধনের আবেদন বাতিল করে লা লিগা ও রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। স্পেনের সর্বোচ্চ ক্রীড়া আদালত অবশ্য দুজনের সাময়িক নিবন্ধন দিয়েছেন।
স্পেনের শীর্ষ ক্রীড়া আদালত কনসেজো সুপিরিয়র ডি দেপোর্তেস (সিএসডি) রায় দিয়েছেন যে, ওলমো এবং ভিক্টর উভয়কেই দলে রাখা যাবে যতক্ষণ না মামলার একটি নির্দিষ্ট রায় হয়। তবে এ রায়ে অসন্তোস প্রকাশ করেছে লা লিগা কর্তৃপক্ষ।
বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আপিলের যথাযথ উপস্থাপনের জন্য বিষয়টি সাবধানতার সাথে দেখতে হবে।’
বুধবার স্প্যানিশ সুপার কাপে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে দুজনের কেউই দলে ছিলেন না। স্বস্তি প্রকাশ করে কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন, ‘আমি এ দুই খেলোয়াড়ের জন্য সত্যিই খুশি, তবে পুরো দলের জন্যও খুশি। এ তথ্য জানার পর দেখা যাক টিম বাসে কী হয়। আমি মনে করি পুরো ক্লাব সিদ্ধান্তটির জন্য খুব খুশি।’
‘ওলমো এবং ভিক্টরও খুশি। শুধু আমি নই, তারাও খুশি। ম্যাচের আগে এটি আমাদের জন্য একটি ভালো সংকেত ছিল, কারণ সবাই এটাও দেখাতে চায় যে আমরা একটি দল এবং তাদের জন্যও জিতেছি।’









