ওসাসুনার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লেও ফিফার নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে বার্সেলোনার বিরুদ্ধে। সেই অভিযোগে বার্সেলোনার বিপক্ষে অভিযোগ দায়ের করেছে ওসাসুনা। তবে এ বিষয় নিয়ে চিন্তা করছেন না দলটির কোচ হ্যান্সি ফ্লিক। তিনি বলেছেন, জয়ই তাদের কাছে মুখ্য বিষয়।
মাটিনেজের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে হ্যান্সি ফ্লিক বলেছেন, ‘আমি আপাতত যা বলতে পারি সেটা হল, আমরা তিন পয়েন্ট পেয়েছি। আমরা আগের এবং পরের ম্যাচগুলো নিয়ে বিশ্লেষণ করেছি। বাকি বিষয়গুলো আমাদের হাতে নেই। আমরা ভালোভাবেই জিতেছি।’
‘আমি যা বিশ্বাস করি তা হল সব খেলোয়াড় খেলতে পারে। আমরা বিষয়টি নিয়ে আগামীকাল সিদ্ধান্ত নেব, সম্ভবত দুই বা তিনজন খেলোয়াড়কে বিশ্রাম দেব। সবাইকে পাওয়া যাবে এবং এটি রুটিন বিশ্রামের অংশ।’
কাতালান ক্লাবটির হয়ে পুরো ৯০ মিনিটই খেলেছেন এ স্প্যানিশ ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ। ফিফার চলতি বিরতিতে উয়েফা নেশন্স লিগে দুই লেগের কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ডাক পেয়েছিলেন মার্টিনেজ। তবে হাঁটুর চোটের কারণে দল থেকে ছিটকে যান। বিতর্ক ওই ম্যাচে মার্টিনেজের খেলা নিয়ে।
এ নিয়ে ওসাসুনা তাদের বিবৃতিতে বলেছে, ‘গতকাল বার্সা-ওসাসুনার ম্যাচে ইনিগো মার্টিনেজের খেলা ফিফার নিয়মের পরিশিষ্ট-১ এর অনুচ্ছেদ ৫ এর লঙ্খন। নিদিষ্টভাবে যদি একজন খেলোয়াড় জাতীয় দলে যোগ দেয়া বা ছেড়ে যায় তাহলে আন্তর্জাতিক ম্যাচ খেলার পরের পাঁচ দিন ক্লাবের হয়ে খেলতে পারবেন না।’
‘ওসাসুনা বিশ্বাস করে ইনিগো মার্টিনেজ স্প্যাটিশ দলে মেডিকেল সমস্যার কারণে খেলতে পারেননি। ফিফার নিয়ম অনুযায়ী সে গতকালের ম্যাচে খেলার যোগ্য না।’









