ম্যাচজুড়ে গোলের জন্য ৪০টি শট নিয়ে কেবল একটিতে সাফল্য এসেছে বার্সেলোনার। সেই গোলেই স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল। তাতেও ফ্লিকের মনে খুশির জোয়ার। জয়ের ব্যবধান নিয়ে আক্ষেপ খুব একটা নেই, বরং একাদশে অনেক পরিবর্তনের ম্যাচে দল যেভাবে খেলেছে, সেটাই তৃপ্তি দিচ্ছে জার্মান কোচকে।
লা লিগায় মঙ্গলবার রাতে মায়োর্কার বিপক্ষে ঘরের মাঠে ১-০তে জিতেছে বার্সেলোনা। ম্যাচে ছয় মাসের মধ্যে প্রথমবার শুরুর একাদশে নামেন আনসু ফাতি। তরুণ ডিফেন্ডার হেক্টর ফোর্ট পান সুযোগ। পাউ কিউবারসি, ফ্রেঙ্কি ডি ইয়ং, রাফিনহাকে এদিন শুরুর একাদশে রাখেননি কোচ। ক্লাবের হয়ে টানা ৮৬ ম্যাচ খেলার পর একটি ম্যাচের বিশ্রাম পান হুলেস কৌন্দে।
এত পরিবর্তনের ম্যাচেও প্রতিপক্ষকে এমন কোণঠাসা করে রাখতে পেরে বেশ উচ্ছ্বসিত কোচ। ম্যাচ শেষে ৬০ বর্ষী ফ্লিক বলেছেন, ‘এই ম্যাচে ৪০টি শট নিয়েছে, যদিও এগুলো লক্ষ্যে ছিল না, কিন্তু ৪০টি শট তো নিয়েছে। আমরা যেভাবে ফুটবল খেলেছি তা বেশ ভালো ছিল। আমরা অনেক সুযোগ তৈরি করেছি, একইসঙ্গে অনেক সুযোগ হাতছাড়া করেছি, কিন্তু ১-০ ব্যবধানে ক্লিন শিট ছিল। যেভাবে সব পরিবর্তন করেছি আর এই ম্যাচে ওরা যেভাবে খেলেছে, সেটার প্রশংসা আমাকে করতেই হবে।’
‘ওদের গোলকিপার লিও রোমান ভালো খেলেছে এবং দারুণ প্রদর্শনী মেলে ধরেছে। সেই কৃতিত্ব দিতেই হবে। সত্যি বলতে, মায়োর্কার গোটা রক্ষণভাগই আজকে ভালো খেলেছে, রক্ষণভাগ দারুণভাবে সামলেছে এবং এ কারণে আমাদের জয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।’
জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ফের ৭ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। গতবারের চ্যাম্পিয়ন রিয়াল অবশ্য এক ম্যাচ কম খেলেছে। ৩৩ ম্যাচে ২৪ জয় ও চার ড্রয়ে কাতালুনিয়ার ক্লাবটির পয়েন্ট ৭৬। ৩২ ম্যাচে লস ব্লাঙ্কোসদের পয়েন্ট ৬৯।









