অক্টোবরে বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা বলেছিলেন, ১৭ বর্ষী লামিন ইয়ামালকে পাওয়ার জন্য বড় অঙ্কের প্রস্তাব এসেছিল। কোন ক্লাব সেই প্রস্তাব দিয়েছিল তা জানাননি। এবার সেই ক্লাবের নাম জানাল বার্সা।
স্পেনের ইউরোজয়ী উইঙ্গার লামিনকে পেতে প্যারিস সেইন্ট জার্মেইন ২৫০ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার কোটি টাকার বেশি প্রস্তাব দিয়েছিল। লাপোর্তার উপদেষ্টা ম্যাসিপ এ তথ্য সামনে এনেছেন।
স্প্যানিশ সংবাদ মাধ্যমে ম্যাসিপ বলেছেন, ‘সভাপতি বলেছিলেন আমাদের কাছে একটি প্রস্তাব এসেছে ২৫০ মিলিয়ন ইউরোর এবং সেটি প্রত্যাখ্যান করা হয়েছে। ওই প্রস্তাব কখনই বিবেচনায় আনা হবে না। এ প্রস্তাব ফ্রান্স থেকে এসেছিল।’
এমবাপের জায়গা পূরণ করতে প্রস্তাবটি ছিল কিনা এমন প্রশ্নে এ উপদেষ্টা জানিয়েছেন, ‘যখন কাছে খরচ করার জন্য পর্যাপ্ত অর্থ থাকবে, তখন উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে যাকে চান চুক্তি করানোর চেষ্টা করবেন। আমাকে অবশ্য বলতেই হবে ম্যাচের গতিপথ নির্ধারণ করতে এ মুহুর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ইয়ামাল।’
‘আমার মনে হয় না এই মুহুর্তে একজন ১৭ বর্ষী খেলোয়াড় বিশ্বের সেরা কিনা সেটা নিয়ে আলোচনার প্রয়োজন আছে। কিন্তু আমাদের কাছে সেই-ই সেরা। বলতে চাই না লটারি জিতেছি। তবে যে বছর এমবাপে লা লিগায় আসার সিদ্ধান্ত নিলো, তখন একজন ১৬ বর্ষী ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ জিতে বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হল।’
মৌসুমে এপর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচ খেলেছেন ইয়ামাল। ৬ গোল করার পাশাপাশি ৮ গোলে সহায়তা করেছেন। হেরেছেন মাত্র দুটি ম্যাচে, যেখানে শুরু থেকে ম্যাচে নামেননি।









