ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মতো জমে উঠেছিলো স্প্যানিশ দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দ্বৈরথ। তবে লস ব্লাঙ্কোসদের সঙ্গে কাতালুনিয়ারা পয়েন্ট টেবিলে স্পষ্ট ব্যবধান গড়ে নিতে সক্ষম হয়েছে। আট পয়েন্টে এগিয়ে জাভি হার্নান্দেজের শিষ্যরা।
রিয়াল ও বার্সেলোনা সমান সংখ্যক ২২ ম্যাচ করে খেলেছে। যেখানে বার্সেলোনার ১৯ জয়ের বিপরীতে রিয়ালের জয় ১৬টি।
এখন পর্যন্ত একটি ম্যাচ হেরেছে এবং দুটি ড্র করেছে বার্সেলোনা, তাদের পয়েন্ট ৫৯। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ তিন ম্যাচ হেরেছে ও তিনটি ড্র করেছে, তাদের পয়েন্ট ৫১।
সবশেষ ম্যাচে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে কাদিজের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে আট পয়েন্টে এগিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধের শেষ দিকে গোল করেছন সার্জিও রবার্তো। পরের গোলটি আসে রবার্ট লেভানডোস্কির থেকে। মৌসুমে এটি তার ১৫ তম গোল।







