ইউরোপীয় ফুটবলে বর্ণবাদী আক্রমণ নতুন কিছু নয়। গত কয়েক মৌসুম ধরে বেশ কয়েকবার এমন আচরণের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। এবার বার্সেলোনার ফুটবলারও বর্ণবাদী আক্রমণের শিকার হলেন।
দারুণ ছন্দে থাকা বার্সেলোনা লা লিগার ম্যাচে ফিরে ছন্দ হারিয়েছে। পয়েন্ট টেবিলের প্রায় তলানিতে থাকা গেটাফের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে হ্যান্সি ফ্লিকের দল। যদিও কদিন আগে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতেছে বার্সা। এরপর কোপা ডেল রেতেও তারা ৫-১তে হারিয়েছে রিয়াল বেটিসকে।
গেটাফের মাঠে কাতালুনিয়ানদের হতাশার রাতে যোগ হয়েছে বর্ণবাদ বিতর্ক। গ্যালারি থেকে বর্ণবাদী আচরণের জেরে দ্বিতীয়ার্ধে কিছুক্ষণ খেলা বন্ধ রাখেন রেফারি। ম্যাচ শেষে বার্সা ডিফেন্ডার আলেজান্দ্রো ভালদে জানান, মাঠে গ্যালারি থেকে তাকে বর্ণবাদী আক্রমণ করা হয়েছে।
ভালদে বলেছেন, ‘এখানকার দর্শকের দিক থেকে আমাকে কয়েকবার বর্ণবাদী আক্রমণ করা হয়েছে। এটা খুব দুঃখজনক যে এমনকিছু ঘটেছে। আমি প্রথমার্ধেই রেফারিকে বিষয়টি বলেছি। তিনি দ্বিতীয়ার্ধে লিগ প্রটোকল কার্যকর করেছেন। তবে এটা ঠিক কীভাবে কাজ করে আমি জানি না।’
লা লিগার নিয়ম অনুযায়ী, বর্ণবাদী আক্রমণ থামাতে রেফারি চাইলে ম্যাচ বন্ধ করে দিতে পারেন। দ্বিতীয়ার্ধে তাই খেলা থামিয়ে স্টেডিয়ামের সাউন্ড বক্সে জানানো হয়, বর্ণবাদী আচরণ চলতে থাকলে মাঠ ছাড়বেন ফুটবলাররা।
রেফারির প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রথমার্ধে যখন মাঠে ছিলাম, সফরকারী দলের ৩ নম্বর জার্সি পরা ফুটবলার আমার সহকারীকে বলল যে, তাকে (ভালদে) বর্ণবাদী আক্রমণ করা হয়েছে। ড্রেসিংরুমে গিয়ে দুই দলের প্রতিনিধির কাছে জানিয়েছি। মাঠে নিরাপত্তাকর্মীরা উপস্থিত ছিলেন এং দ্বিতীয়ার্ধ শুরুর আগে বর্ণবাদ-বিরোধী প্রটোকল চালু করেছি।’









