দুদলের সবশেষ ম্যাচে গত মৌসুমে দারুণ লড়াই করেছিল ইউডি বারবাস্ত্রো। সম্প্রতি হুট করে ছন্দ হারিয়ে ফেলা বার্সেলোনার অবশ্য আরেকবার পরীক্ষা নিতে পারেনি দলটি। দাপুটে ফুটবলে সহজে জিতেছে কাতালান দলটি। প্রত্যাশিত জয়ে জায়গা করে নিয়েছে কোপা ডেল রে’র শেষ ষোলোয়।
কোপা ডেল রে’র শেষ ৩২-এর লড়াইয়ে শনিবার রাতে স্পেনের চতুর্থ স্তরের দল বারবাস্ত্রোকে ৪-০তে হারিয়েছে বার্সেলোনা। দুই অর্ধে দুটি করে গোল করে বছর শুরু করেছে হ্যান্সি ফ্লিকের দল।
ম্যাচ শেষে ৫৯ বর্ষী জার্মান কোচ ফ্লিক বলেছেন, ‘এভাবেই বছর শুরু করতে চেয়েছিলাম, আমাদের শুরুটাও (মৌসুমের) দারুণ ছিল। ম্যাচে খেলোয়াড়রা রক্ষণ খুব শক্তভাবে সামলেছে। প্রতিপক্ষকে কোনো সুযোগ দেয়নি।’
পরের ম্যাচে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা।









