গত বছরের নভেম্বরে চোট পেয়ে প্রায় একবছর মাঠের বাইরে ছিলেন পাবলো গ্যাভি। একবছর পর মাঠে ফিরে দর্শক অভ্যর্থনা পেয়েছেন বার্সেলোনার তরুণ মিডফিল্ডার, সাথে পেয়েছেন অধিনায়কের আর্মব্যান্ডও। সেভিয়ার বিপক্ষে মাঠে নেমে সম্মাননা পান তিনি।
২০ বর্ষী গ্যাভী ২০২৩ সালের নভেম্বরে স্পেনের হয়ে জর্জিয়ার বিপক্ষে মাঠে নামার পর অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট চোটে পড়েন। পুরো মৌসুম শেষ হওয়ার পর ইউরো চ্যাম্পিয়ন দলেরও অংশ হতে পারেননি। এ মৌসুমে বার্সেলোনার হয়ে সেভিয়ার বিপক্ষে মাঠে নামলেন।
ফিরে আসা নিয়ে গ্যাভি বলেছেন, ‘দলের সঙ্গে ফিরতে পেরে দারুণ খুশি। বেশকিছু মাস ধরে এমন মুহুর্তের স্বপ্ন দেখছিলাম এবং সবার কাছে কৃতজ্ঞ তারা সেই কাজকে সহজ করে দিয়েছে। খারাপ বিষয়টি ছিল দলের সঙ্গে খেলতে পারছিলাম না।’
‘বাইরে থেকে দলের খেলা দেখা বেশ কঠিন এবং প্রতিটি মুহুর্ত উপভোগ করতে হবে। আজকের জন্য আমি খুশি। এটা আমার জীবন এবং যা হচ্ছিল সেগুলো দেখে দুঃখী হচ্ছিলাম। যখন দর্শক এবং সমর্থকেরা মূল্যায়ন করবে, নিজেকে ভাগ্যবান মনে হবে।’
ম্যাচে বার্সেলোনা ৫-১ ব্যবধানে জয়ী হয়েছে। দুটি করে গোল করেন রবার্ট লেভান্ডোভস্কি ও পাবলো তোরে। একটি গোল করেন পেদ্রি। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষেই কাতালুনিয়ানরা।









