প্রথমে স্প্যানিশ সুপার কোপা, তারপর কোপা ডেল রে এবং সবশেষ লা লিগার শিরোপা জিতেছে বার্সেলোনা। প্রথম মৌসুমে দায়িত্ব নিয়ে বার্সায় ঘরোয়া ট্রেবল জিতেছেন জার্মান কোচ। কাজের পুরস্কার হিসেবে তার সাথে আরও দুই বছরের চুক্তি বাড়িয়েছে স্প্যানিশ ক্লাবটি।
৬০ বর্ষী ফ্লিককে গতবছরের গ্রীষ্মে নিয়োগ দিয়েছিল বার্সা। দুবছরের চুক্তি বাড়ানোর ফলে ২০২৭ সালের জুন পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকছেন তিনি। তার অধীনে স্প্যানিশ জায়ান্টরা ২০১৯ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলেছে।
নতুন চুক্তির বিষয়ে গত এপ্রিলে ফ্লিক বলেছিলেন, ‘আমি এমন একজন কোচ যাকে কেউ তিন বছরের চুক্তিতে নিতে চাইবে না। বিষয়টি আমি মাত্র শুরু করেছি এবং এ পর্যায়ে দারুণভাবে উপভোগ করছি। বছরের পর বছর ধরে এগোতে থাকব আমি।’
‘দলকে আরও ভালো করার জন্য আমরা কী করতে পারি এবং কী প্রয়োজন তা নিয়ে আমার মনে অনেক শক্তি ও চিন্তাভাবনা আছে। এই দলটির অনেকবেশি সম্ভাবনা রয়েছে।’
ইউরোপের অন্যতম আক্রমণাত্মক শক্তিতে পরিণত হওয়া বার্সা মৌসুমের শেষ ম্যাচ খেলবে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে। এ ম্যাচের মাধ্যমে ইয়ামাল-রাফিনহাদের দুর্দান্ত মৌসুমযাত্রা শেষ হতে চলেছে।









