চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে ম্যাচের আগে বার্সেলোনার টিম বাসে হামলার ঘটনা ঘটেছিল। এ ঘটনায় বার্সেলোনার কোনো খেলোয়াড় হতাহতের ঘটনা ঘটেনি। বাসের জানালার একটি কাচ ভেঙেছিল ওই হামলায়। তবে এ ব্যাপারে বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়া হয়নি।
মঙ্গলবার রাতে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের জন্য স্ট্যামফোর্ড ব্রিজের কাছে পৌঁছানোর সময় তাদের টিম বাসে এ হামলার ঘটনা ঘটে। ইংলিশ গণমাধ্যমের খবর অনুসারে, অজ্ঞাত হামলাকারীরা গাড়িটিতে অতর্কিত হামলা চালায় এবং কমপক্ষে একটি জানালা ভেঙে দেয়।
ওই সময় বাসে থাকা খেলোয়াড়রা দৃশ্যত কেঁপে ওঠেন। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশ তদন্ত শুরু করে। কর্তৃপক্ষ এখন দায়ীদের সনাক্ত করতে পারেনি। তবে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে। ইংলিশ জায়ান্ট চেলসিও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
আক্রমণের ক্ষতি এতটাই গুরুতর ছিল যে, ম্যাচের পরে স্টাফদের ভাঙা জানালা জরুরি মেরামত করতে যেতে হয় যাতে বাসটি বৈধভাবে এবং নিরাপদে দলকে তাদের ফ্লাইটের জন্য গ্যাটউইক বিমানবন্দরে নিয়ে যেতে পারে। কারণ যুক্তরাজ্যের আইন অনুসারে ভাঙা জানালা নিয়ে যাত্রীবাহী যানবাহন চালানো নিষিদ্ধ। কারণ তা চালকের দৃষ্টিতে সমস্যার তৈরি করতে পারে।









