লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের ৭৮ মিনিটে উঠে যেতে হয় লিগ মৌসুমের সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভান্ডোভস্কিকে। বার্সেলোনা তার চোটের তথ্য জানিয়েছে। বলছে, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে লেভাকে।
লা লিগায় এবার সর্বোচ্চ ২৫ গোল করা লেভান্ডোভস্কিকে নিয়ে বার্সা জানিয়েছে, ‘রবার্ট লেভান্ডোভস্কির চোট পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার বামদিকের সেমিটেন্ডিনোসাসে চোট রয়েছে। চোট সেরে ওঠার উপর তার দলে ফিরে আসা নির্ভর করছে।’
বার্সেলোনার গুরুত্বপূর্ণ সময়ে চোটে পড়লেন ৩৬ বর্ষী পোলিশ স্ট্রাইকার। চোটের কারণে তিনি কোপা ডেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে পারবেন না। চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।









