চ্যাম্পিয়ন্স লিগে ষষ্ঠ রাউন্ডে মঙ্গলবার রাতে পিছিয়ে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনা। আটালান্টার বিপক্ষে হেরেছে ক্লাব বিশ্বচ্যাম্পিয়ন চেলসি। ঘরের মাঠে লিভারপুলের কাছে হেরেছে ইন্টার মিলান। বড় জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার।
ন্যু ক্যাম্পে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২-১ গোল জিতেছে বার্সা। ২১ মিনিটে অ্যান্সগার ক্রনফের গোলে লিড পায় সফরকারীরা। পিছিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা। দ্বিতীয়ার্ধে হুলেস কৌন্ডের জোড়া গোলে প্রত্যাবর্তন করে বার্সা। ৫০ মিনিটে মার্কাস র্যাশফোর্ডের অ্যাসিস্টে গোল করেন কৌন্ডে। তিন মিনিটের ব্যবধানে লামিন ইয়ামালের পাসে জয়সূচক গোলটিও করেন কৌন্ডে।
অ্যালিয়াঞ্জ অ্যারেনায় স্পোর্টিং লিসবনকে ৩-১ গোল হারিয়েছে বায়ার্ন। প্রথমার্ধে জালের দেখা পায়নি কোন দল। দ্বিতীয়ার্ধে ধোঁয়াতে ছেয়ে যায় মাঠ, সেসময় নিজের ভুলেই নিজেদের জালে বল জড়ান জসুয়া কিমিচ, ১-০তে পিছিয়ে পড়ে বায়ার্ন। এরপর দারুণভাবে ম্যাচে ফেরে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। ৬৫ মিনিটে মাইকেল অলিসের পাসে সমতায় ফেরান সার্জি গ্যানাব্রে। ৬৯ মিনিটে কনার্ড লাইমারের পাসে গোল করে বায়ার্নকে লিড এনে দেন লিনার্ট কার্ল। ৭৭ মিনিটে ব্যবধান দিগুণ করেন জনাথন তাহ।
অন্য ম্যাচে মিলানের সান সিরোতে ডমিনিক সোবোসলাই শেষ মুহূর্তের পেনাল্টিতে লিভারপুলের কাছে ১-০তে হেরেছে ইন্টার মিলান। শুরুতে আক্রমণাত্মক খেলেছে দুদলই, জালের দেখা পায়নি কেউ। ৩২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল, ইব্রাহিমা কনাতে গোল করেন, পরে দেখা যায় বল গোললাইন পেরোনোর আগে হুগো একিতিকের হাতে লেগেছে, রেফারি লিভারপুলের গোলটি বাতিল করেন। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রম চালায় দুদল। ৮৮ মিনিটে, ম্যাচের শেষ বাঁশি বাজার মুহূর্ত আছে, পেনাল্টি পায় লিভারপুল, গোল করে দলকে এগিয়ে দেন সেবোসলাই।
ক্লাব বিশ্বচ্যাম্পিয়ন চেলসিকে ২-১ গোলে হারিয়েছে আটালান্টা। ম্যাচের ২৫ মিনিটে জোয়াও পেদ্রোর গোলে এগিয়ে যায় চেলসি। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে জিয়ানলুকার স্কামাকা গোলে সমতায় ফেরে আটালান্টা। ৮৩ মিনিটেব চার্লস ডি কেটেলেয়ার গোল করলে হার নিয়ে মাঠ ছাড়ে ব্লুজরা।
আরেক ম্যাচে পিএসভিকে ৩-২ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। স্লাভিয়া প্রাগকে ৩-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম।









