৩ এপ্রিল কোপা ডেল রে’র দুই লেগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে হাইভোল্টেজ ম্যাচে লড়বে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় লেগের খেলা হবে অ্যাটলেটিকোর মেট্রোপলিটান স্টেডিয়ামে। ম্যাচের আগে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকের কাছে ফাইনালের আগে ফাইনাল মনে হচ্ছে।
বার্সা কোচ ফ্লিক বলেছেন, ‘এটি ফাইনালের আগে ফাইনালের লড়াই। ভিন্ন ধরনের একটি ম্যাচ হবে এবং আমরা ফাইনালে খেলতে চাই।’
বার্সেলোনার খেলোয়াড়দের মধ্যে কিছুটা চোট রয়েছে। লা লিগায় ওসাসুনার বিপক্ষে চোটে পড়েছিলেন প্লেমেকার দানি ওলমো। সে বিষয়েও বলেছেন ফ্লিক। আন্তর্জাতিক বিরতি থেকে ফিরেছেন রাফিনহা এবং পাউ কিউবার্সি।
ওলমো সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য তিনি বলেছেন, ‘সেখানে যেই খেলুক, তাকে জানতে হবে তার কাজ কী। আমার সকল খেলোয়াড়ের প্রতি বিশ্বাস আছে। কিছুটা ভিন্ন পদ্ধতিতে খেলে অ্যাটলেটিকো। এটা তাদের ধরন, তারা বেশ উদ্দীপ্ত এবং আগ্রাসী থাকে।’
কোপা ডেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচে গোলবন্যা হয়েছিল। দুদল মিলে করেছিল মোট ৮ গোল। তবুও জিততে পারেনি হ্যান্সি ফ্লিক বা ডিয়েগো সিমিওনের শিষ্যরা। ৪-৪ সমতায় শেষ হওয়া ম্যাচের ফলাফল আনতে দ্বিতীয় লেগের দিকে তাকিয়ে স্প্যানিশ দল দুটি।









