স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার দানি ওলমোর স্থায়ী নিবন্ধন করতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বার্সেলোনার আর্থিক অবস্থা। নিয়মের বেড়াজালে ক্লাব ও লা লিগা কর্তৃপক্ষ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছিল। সেটি নিয়ে মুখ খুলেছেন স্পেনের আরেক জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। বার্সাকে নিয়মের প্রতি সম্মান জানাতে বলেছেন তিনি।
লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছিল, ৩১ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেধে দেয়ার পরও ওলমোকে নিবন্ধন করার মতো অবস্থায় নেই কাতালুনিয়ান ক্লাবটি। সময়সীমা পার হয়ে গেলেও নিবন্ধন করার জন্য পর্যাপ্ত কোনো নিশ্চয়তাও দিতে পারেনি। এ নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল।
সেটি নিয়ে এক প্রশ্নে আনচেলত্তি বলেছেন, ‘এ বিষয়ে পুরোপুরি তথ্য আমার কাছে নেই। আমি শুধু ক্লাবগুলোকে এটাই বলতে পারি নিয়মের প্রতি সম্মান জানাতে হবে। আমি আপনাকে কোনো উত্তর দিতে পারব না, কারণ এ বিষয়ে বেশিকিছু জানি না।’
বার্সেলোনার আর্থিক দিকগুলো নিয়ে দীর্ঘকাল ধরে বিতর্কের বিষয় ছিল এবং সর্বশেষ অবস্থার পর ক্লাবগুলোর মধ্যে উত্তেজনা বেড়েছে। সংবাদ মাধ্যম স্পোর্টের মতে, সেভিয়া, অ্যাথলেটিক ক্লাব এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দলগুলো লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসকে নিয়ম কঠোরভাবে মেনে চলতে আহ্বান জানিয়েছে। তাদের অভিযোগ বার্সেলোনা আগেও বিষয়গুলোতে সুবিধা পেয়েছিল।









