লিগ ওয়ানে রোববার রাতে লিলের বিপক্ষে ৪-৩ গোলে পিএসজির জয়ে ত্রাতা ছিলেন লিওনেল মেসি। ড্রয়ের দিকে এগোতে থাকা ম্যাচে একেবারে শেষমুহুর্তে দর্শনীয় বাঁকানো ফ্রি-কিকে দুর্দান্ত এক গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্তোফ গালতিয়েরের দল। জয়ের সুবাস নিয়ে বার্সেলোনায় উড়ে গেছেন মেসি।
শ্বাসরুদ্ধকর জয়ের পর খেলোয়াড়-কোচিং স্টাফের সদস্যরা দুদিনের ছুটি পেয়েছেন। সেই সুযোগে ফ্রান্স থেকে বার্সেলোনায় গেছেন মেসি। বিশ্বকাপের পর প্রথমবার স্পেনের মাটিতে পা রাখলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী মহাতারকা।
মঙ্গলবার পর্যন্ত পিএসজির কোনো অনুশীলন না থাকায় কোচ গালতিয়েরের অনুমতি নিয়েই বার্সেলোনায় গিয়েছেন মেসি। বার্সার বাড়িটিকে দ্বিতীয় বাড়ি হিসবেই দেখেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। ৩৫ বর্ষী মেসি স্ত্রী-সন্তানদের নিয়ে ছুটি উপভোগ করতে গেছেন সেখানেই।
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় মেসির প্রত্যাবর্তন নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো তেমন কোনো তথ্যের কথা উল্লেখ করতে পারেনি মেসির এই বার্সেলোনা ভ্রমণ ঘিরে।
২৭ ফেব্রুয়ারি মার্শেইয়ের বিপক্ষে পরের ম্যাচে নামবে পিএসজি। তার আগেই ছুটি কাটিয়ে ফিরবেন মেসি।







