মৌসুমের শেষ দিকে এসে ছন্দ হারাচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল বার্সেলোনা। টানা দুই ম্যাচে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে জাভি হার্নান্দেজের দল। তুলনামূলক ছোট দল গেটাফের সঙ্গে পয়েন্ট হারিয়ে মাঠ আর রোদকে দুষলেন কোচ।
লা লিগায় সোমবার গেটাফের মাঠে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। আগের ম্যাচে কাতালান ক্লাবটি জিরোনার বিপক্ষেও পূর্ণ পয়েন্ট পায়নি।
গেটাফের মাঠ কলিসিয়াম আলফোনসো পেরেজে খেলতে বার্সেলোনা থেকে ট্রেনে করে মাদ্রিদ যায় জাভির দল। প্রায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাদ্রিদে যাওয়ার ধকলটা যে তাদের উপর দিয়ে ভালোভাবেই গেছে, তাও ফুটে ওঠে মাঠে। যদিও জাভি বলেছেন ভিন্ন কথা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেন, ‘মাঠ আমাদের ক্ষতি করেছে। আমরা যখন এই শুকনো মাঠে অনুশীলন করেছিলাম, তখনই বুঝতে পেরেছিলাম এমন কিছুই ঘটবে। এখানে খেলা খুবই কঠিন, এমনকি খেলার উপযোগী নয়। এই মাঠে বল আটকে যায়, যা গেটাফের জন্যও ভালো দিক নয়।’
‘খেলার জন্য মাঠ আসলে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে এটিকে আমি অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছি না। আমাদেরকে নিজেদের খেলায় ফিরতে হবে। এমন অস্বস্তিকর মাঠে এক পয়েন্ট পাওয়াটাও খারাপ না।’
গোলশূন্য ড্র ম্যাচের দায় শুধু মাঠকেই দিয়ে থেমে যাননি বার্সা বস। আপত্তি ছিল ম্যাচের সময় নিয়েও। স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় খেলা শুরু হওয়ার কারণে রোদও ম্যাচের ক্ষতি করেছে বলে মনে করছেন জাভি।
৪৩ বর্ষী কোচ আরও বলেন, ‘যখন সূর্য থাকে না অর্থাৎ রাতের খেলায় আমরা অভ্যস্ত। তবে আমাদেরকে দিনে খেলেও অভ্যস্ত হতে হবে। আগামী রোববার একই সময়ে আমরা আবার মাঠে নামবো। আমি এটিকেও অজুহাতের মতো উপস্থাপন করতে চাই না। এসবে দ্রুতই আমাদের মানিয়ে নিতে হবে।’
ম্যাচটি ড্র হলেও খুব বেশি ক্ষতি হয়নি বার্সার। এখনও রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট বেশি নিয়ে তারা টেবিলের শীর্ষেই আছে। ২৯ ম্যাচে কাতালানদের পয়েন্ট ৭৩, সমান ম্যাচে কার্লো আনচেলত্তির দলের ৬২।








