বার্সেলোনার তারকা মিডফিল্ডার পেদ্রি হ্যামস্ট্রিং চোটে পড়েছেন। একমাস দলের বাইরে থাকতে হবে ২৩ বর্ষী তারকাকে। লা লিগায় টেবিলে শীর্ষে থাকা বার্সা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগে বুধবার স্লাভিয়া প্রাগের বিপক্ষে ৪-২ গোলে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠ থেকে উঠে যেতে হয় পেদ্রিকে। স্পেনের মিডফিল্ডার বার্সেলোনায় ফিরে পরীক্ষা-নিরীক্ষা করান। তখন নিশ্চিত হয় ফেব্রুয়ারি পর্যন্ত দলের বাইরে থাকতে হবে।
এ সময়ের মধ্যে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা ৭টি ম্যাচ খেলবে। যার মধ্যে রয়েছে রোববার লা লিগায় রিয়াল ওভিয়েদোর বিরুদ্ধে পরপর দুটি ঘরের মাঠে ম্যাচ এবং আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে কোপেনহেগেনের বিপক্ষের ম্যাচ। এরপর লিগে এলচে, জিরোনা, মায়োর্কা এবং লেভান্তের বিপক্ষে লিগ ম্যাচ খেলতে হবে। ৩ ফেব্রুয়ারি রিয়াল মাদ্রিদকে হারিয়ে আসা আলবাসেটের বিপক্ষে কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে।
পেদ্রির পাশাপাশি বার্সা মিডফিল্ড সঙ্গী ফ্রেঙ্কি ডি জংকে ছাড়াই কোপেনহেগেনের বিপক্ষে খেলবে। তিনি প্রাগের বিপক্ষে মৌসুমে তৃতীয় হলুদ কার্ড দেখেছেন। পেদ্রির অনুপস্থিতিতে বার্সা এরিক গার্সিয়াকে মিডফিল্ডে ফিরিয়ে আনতে পারে। বাকি বিকল্পগুলোর মধ্যে ফেরমিন লোপেজ, দানি ওলমো, মার্ক কাসাডো এবং মার্ক বার্নাল রয়েছেন।









